T20 বিশ্বকাপ ক্রিকেটস্বাস্থ্য

বায়ুদূষণে বাড়ছে অধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ক্যান্সার

মোহনা অনলাইন

বায়ুদূষণের প্রভাবে অধূমপায়ীরাও নিয়মিত ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। নারী ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাসিন্দাদের মাঝে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে।

গতকাল (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ল্যানসেট রেসপিরেটরি মেডিসিন জার্নালে প্রতিবেদনটি প্রকাশ হয়।

এতে বলা হয়, ফুসফুসের ক্যান্সারে আক্রান্তদের মধ্যে অধূমপায়ীর অনুপাত বাড়ছে। বায়ুদূষণ এর গুরুত্বপূর্ণ কারণ। অবস্থা এমনই যে ফুসফুসের ক্যান্সার এখন বৈশ্বিকভাবে এই ঘাতক ব্যাধিতে মৃত্যুর পঞ্চম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

২০২২ সালে বিশ্বজুড়ে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত অন্তত ২৫ লাখ মানুষ চিহ্নিত হয়েছে। এর মধ্যে লক্ষণীয় হলো, যারা কখনোই ধূমপান করেননি, এমন ব্যক্তিদের মধ্যেও ফুসফুসের ক্যান্সার দেখা যাচ্ছে। এটি বিশ্বব্যাপী রোগটির চারটি প্রধান উপধরনের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত হয়ে উঠেছে।

আইএআরসি বলছে, ফুসফুসের ক্যান্সারের চার প্রধান ধরন অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্মল-সেল কার্সিনোমা ও লার্জ-সেল কার্সিনোমার মধ্যে অ্যাডেনোকার্সিনোমা পুরুষ ও নারী উভয়ের মধ্যেই সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে। ২০২২ সালে বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে ৪৫ দশমিক ৬ শতাংশ এবং নারীদের মধ্যে ৫৯ দশমিক ৭ শতাংশ ফুসফুসের ক্যান্সার ছিল অ্যাডেনোকার্সিনোমা। ২০২০ সালে এই হার ছিল যথাক্রমে ৩৯ দশমিক শূন্য শতাংশ ও ৫৭ দশমিক ১ শতাংশ। আবার অধূমপায়ী ব্যক্তিদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের ৭০ শতাংশই পাওয়া যাচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, যা বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button