যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহতসহ আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গত ২৪ ঘণ্টায় গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। এ নিয়ে গাজায় ইসরায়েলি বর্বরতায় মোট নিহতের মোট সংখ্যা ৪৮ হাজার ৪৬৭ ছাড়িয়ে গেছে।
গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে।
জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।