সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার অপচেষ্টার বিষয়টি একটি দেশী- বিদেশী ষড়যন্ত্রের অংশ
কক্সবাজার জেলা প্রতিনিধি: আমানুল হক বাবুল।
সেন্টমার্টিন নিবন্ধন করে নিদিষ্ট সংখ্যক পর্যটক ভ্রমণে পরিবেশ অধিদপ্তর কর্তৃক পর্যটন শিল্পের উন্নয়নের সাথে সাংঘর্ষিক নীতিমালার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সী ক্রুজ অপারেটরস্ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।
বুধবার দুপুর কক্সবাজার শহরের একটি হোটেলের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার অপচেষ্টার বিষয়টি একটি দেশী- বিদেশী ষড়যন্ত্রের অংশ। দেশের ভ্রমণ পিপাসু মানুষেরা স্বল্প খরচে কক্সবাজার হয়ে সেন্টমার্টিন দ্বীপটি ভ্রমণ করে যেতে পারে। কিন্তু পর্যটক সীমিত ও নিবন্ধন করার বিষয়টি বাস্তবায়িত হলে দেশের ভ্রমণ পিপাসু মানুষেরা বিদেশে গিয়ে দেশের অর্জিত অর্থ অপচয় হবে। এতে দেশের পর্যটন শিল্প ধ্বংস হবে সরকার হারাবে হাজার কোটি টাকা রাজস্ব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এসময় জাহাজ মালিক সমিতির সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর, টুয়াক সভাপতি আনোয়ার কামাল, হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খাঁনসহ পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।