মেট্রোরেলকে উচ্চবিত্তের বাহন বললেন সাধারণ মানুষ
রেযা খান
মেট্রোরেলের ভাড়া নিয়ে নাখোশ সাধারণ মানুষ। নির্ধারিত ভাড়া গরীববান্ধব নয় বলে মনে করেন তারা। পা রাখলেই কেন ২০ টাকা গুণতে হবে সেটিই তাদের কাছে বড় প্রশ্ন। যদিও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নূরী বললেন, বর্তমান ভাড়াতেও ভতুর্কি দিয়ে মেট্রোরেল চালাতে হবে।
মাথার ওপর স্বপ্নের মেট্রোরেলের জলজ্যান্ত কাঠামো দেখেও মনমরা রাজধানীবাসীর একটা বড় অংশ। এর কারণ- মাত্রাতিরিক্ত ভাড়া এবং কার্ডের ব্যবহার।
কিলোমিটার প্রতি ভাড়া ৫ আর সর্বনিম্ন ২০ টাকা। এতেই বেজায় চটেছেন সাধারণ মানুষ। ভাড়ার তালিকা দেখে তারা বলছেন- মেট্রোরেল হচ্ছে সরকারি চাকরিজীবী ও উচ্চবিত্তের জন্য।
ভাড়া নির্ধারণ করা হয়েছে নির্মাণ খরচের সঙ্গে সঙ্গতি রেখে। বর্তমানে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তারপরও ভতুর্কি দিতে হবে। জানালেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী , শুধু কার্ড নয়, কাউন্টার থেকে টিকেট কেটেও মেট্রোরেলে ভ্রমণ করা যাবে বলে জানান আমিন উল্লাহ নূরী।