জামালপুরে দিন দিনই তীব্র হচ্ছে যমুনার ভাঙন
তীব্র হয়ে উঠছে জামালপুরে যমুনা নদীর ভাঙন। প্রতিদিনই নদীতে বিলিন হচ্ছে বসত বাড়ি, ফসলী জমি ও রাস্তাঘাট। যমুনা বামতীর সংরক্ষণ প্রকল্পের পাইলিং এর পাশ দিয়ে গুঠাইল বাজার থেকে উলিয়া পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দাবী এলাকাবাসীর। জামালপুর প্রতিনিধি ওসমান হারুনীর তথ্যে ডেস্ক রিপোর্ট।
প্রতি বর্ষায় ফুঁসে উঠা যমুনার পানি বামতীর সংরক্ষণ পাইলিং-এর ওপর দিয়ে উপচে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়। এর ফলে জামালপুরে বিভিন্ন উপজেলায় বন্যার পাশাপাশি সাড়ে ৪শ’ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন প্রকল্পের বিভিন্ন স্থানে সিসি ব্লক ধ্বস পড়ছে। এছাড়া মেলান্দহ ও ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকার ফসল নষ্টের সঙ্গে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ী নদীভাঙ্গনের কবলে পড়েছে।
গুঠাইল বাজার থেকে উলিয়া পর্যন্ত ৮ কিলোমিটার যমুনা বামতীর সংরক্ষণ প্রকল্পের পাশ দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবী এলাকাবাসীর।
বাঁধটি নির্মাণ হলে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
ভাঙ্গনরোধে এরইমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানালেন জেলা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা।
যমুনা বাম তীর রক্ষায় শুধু আশ্বাসই নয়, এর বাস্তবায়নে কর্তৃপক্ষ আন্তরিক হবে-এমন প্রত্যাশা সবার।