র্যাবের হাতে ধরা পড়লো দেশের ইতিহাসের সবচেয়ে বড় আইসের চালান
আমানুল হক বাবুল, কক্সবাজার প্রতিনিধি
ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথের সবচেয়ে বড় চালান জব্দ করেছে র্যাব। জব্দ করা আইসের ওজন ২৪.২ কেজি (এর আনুমানিক মূল্য ১২০ কোটি টাকা)। শনিবার রাতে কক্সবাজারের উখিয়ার পালংখালি এলাকা থেকে দেশের ইতিহাসে সর্ববৃহৎ আইসের চালানটি জব্দ করে র্যাব। এসময় কক্সবাজারকেন্দ্রিক আইস চোরাচালানের অন্যতম হোতা ইরান মাঝিসহ ৪ জনকে গ্রেপ্তার করে র্যাব।
আজ রবিবার (৭মে) দুপুরে র্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে : কর্নেল খন্দকার আল মঈন।
র্যাবের কাছে গোয়েন্দা তথ্য আসে কক্সবাজারের উখিয়ার পালংখালীর রহমতের বিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে একটি মাদকের চালান। র্যাব ১৫ এর একটি আভিযানিক দল শনিবার রাতে ওই এলাকায় ফাঁদ পাতে। ফাঁদে ধরা পড়ে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথের একটি চালান যেটি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়া দেশের ইতিহাসের সবচেয়ে বড় আইসের চালান।
জব্দ করা ক্রিস্টাল মেথের পরিমান ২৪ কেজি ২০০ গ্রাম। এর আনুমানিক মূল্য ১২০ কোটি টাকা। অভিযানের সময় ৪ মাদক কারবারীকে আটক করে র্যাব।