কুমিল্লার গৌরীপুরে যুবলীগ নেতা হত্যার ৩ আসামীকে গ্রেফতার
তাওহীদ হোসেন মিঠু, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা গৌরীপুর যুবলীগের যুগ্ম-আহবায়ক জামাল হোসেন হত্যার এজাহারভুক্ত ৯ আসামীর মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
আজ রবিবার (০৭মে) সকালে শাকতলা র্যাব-১১, সিপিসি-২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান, র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।
গ্রেফতারকৃত আসামীরা হলো: কুমিল্লা জেলার তিতাস থানার জিয়ারকান্দি গ্রামের খুরশিদ মিয়ার ছেলে ইসমাইল, মনাইরকান্দি গ্রামের আক্তার হোসেন শিকদারের ছেলে শাহীনুল ইসলাম ও দাউদকান্দি থানার গোপচর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে পা কাটা আলম।
উল্লেখ্য, গত ৩০ শে এপ্রিল রাতে দাউদকান্দি থানার গৌরীপুর পশ্চিম বাজার সংলগ্ন মসজিদের পাশে একটি দোকানে দাড়িয়ে থাকা অবস্থায় তিতাস উপজেলার যুবলীগের যুগ্ম-আহবায়ক জামাল হোসেনকে তিনজন বোরকা পড়ে অস্ত্র হাতে নিয়ে পূর্বপরিকল্পনা অনুযারী হত্যা করে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা করে।