রাজশাহীসংবাদ সারাদেশ

চরখিদিরপুর  দীর্ঘ  পাঁচ বছরেও কোনো সরকারি চিকিৎসক আসেনি

রাজশাহী প্রতিনিধি : সানিউল আলম রাজু

রাজশাহীর পদ্মানদীর চর অঞ্চলের ভাঙ্গা গড়ার খেলায় যাদের জীবন যাপন তাদের এক মায়ে আয়ের উৎস গরু পালন । তবে রাজশাহী জেলার চর অঞ্চলে সবচেয়ে গরু উৎপাদনে এগিয়ে থাকলেও পিছিয়ে রয়েছে সরকারি ভেটেনারি চিকিৎসা ব্যবস্থা । রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর বাসিদের অভিযোগ  দীর্ঘ  পাঁচ বছরেও কোনো সরকারি চিকিৎসক আসেনি এই চর অঞ্চলে ।

রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন  চর অঞ্চলে জনগন শহর থেকে বিচ্ছিন্ন থাকায় , তাদের জীবন যাএার মানও ভিন্নতা রয়েছে তাদের নানা ভাবে সচেতন করলেও  সরকারি চিকিৎসা ব্যবস্থায় তারা আগ্রহী না ।

রাজশাহী চর খিদিরপুর এলাকায় প্রতি ঘরে ঘরে গরুতেই  ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন রোগ। প্রথমে কয়েকটি গরু আক্রান্ত হলেও  দিনদিন বেড়েই চলছে এ রোগে আক্রান্ত গরুর সংখ্যা। মারাও গিয়েছে বেশ কিছু গরু ।  আর গরুর এই রোগে দিশেহারা হয়ে পড়েছে চর খিদিরপুরের বাসিন্দারা। যাদের জীবনের একমাত্র সঞ্চয় এই গরু।

চর বাসিদের অভিযোগ  রাজশাহী সরকারি পশু হাসপাতালে খবর দিলেও নদী পার হয়ে এই চরে আসেতে চাইনি  কোনো চিকিৎসক ।  তাই হাতুরি চিকিৎসক দিয়ে চালাচ্ছে চিকিৎসা ব্যবস্থা । এতে অর্থব্যয় হলেও ফল পাচ্ছেনা তারা ।

 পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুভ্রত কুমার সরকার বলেন, গরুর লাম্পি স্কিন রোগ। এটা ভাইরাস জনিত রোগ। বিক্ষিপ্তভাবে কিছু কিছু এলাকায় রোগ দেখা দিয়েছে।, আমরা বিভিন্ন এলাকায় ভ্যাকসিন করেছি তবে চর  এলাকায় ভ্যাকসিন করা হয়নি কিছুদিনের মধ্যে সেখানে  ভ্যাকসিন করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন, জানান রাজশাহী চর অঞ্চল গুলোতে গবাদী পশু উৎপাদন সব থকে  বেশি  হয়ে থাকে ।  তবে চরবসির জীবন জিবিকার মান ভিন্ন থাকায় পশু লালন পালনে তাদের ভিন্নতা রয়েছে তারা গবাদী পশুর ভ্যাকসিনে আগ্রহী হতে চায় না ।

রাজশাহী খিদীরপুর এলাকায় প্রায় ২৫০শ পরিবারের বসবাস তাদের একমাএ উর্পাজন গরু পালন । আর এই এলাকায় প্রায় ১০হাজারের বেশি গরু পালন হয়ে থাকে ।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button