আন্তর্জাতিক

ইরানে পোশাক বিধি, ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে বিল পাস

মোহনা অনলাইন

ইরানের আইনপ্রণেতারা বুধবার (২০ সেপ্টেম্বর) সংসদে একটি নতুন বিল পাস করেছেন। ওই বিলে ইসলামিক পোষাক বিধি লঙ্ঘনকারী নারীদের জন্য শাস্তির বিধান কঠোর করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, ওই বিলে ইসলামিক পোষাক বিধি লঙ্ঘনকারী নারীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

ইরনা জানিয়েছে, সংসদ ট্রায়াল সময় হিসাবে তিন বছরের জন্য হিজাব ও পর্দার সংস্কৃতি সমর্থনের জন্য ওই বিল অনুমোদন করেছে।

তবে, বিলটিকে আইনে পরিণত করতে এখনও ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।

ইরানের নারীরা গত বছরের গণবিক্ষোভের পর থেকে ইসলামিক প্রজাতন্ত্রের কঠোর পোষাক কোডকে ক্রমবর্ধমানভাবে লঙ্ঘন করে চলেছে।

পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা ২২ বছর বয়সি মাহসা আমিনির দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে মৃত্যুর পরে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ওই বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় কয়েক ডজন নিরাপত্তা কর্মীসহ শত শত লোক নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই খসড়া আইনের অধীনে বিদেশী বা শত্রু সরকার, মিডিয়া, গোষ্ঠী বা সংস্থার উস্কানিতে হেডস্কার্ফ বা উপযুক্ত পোশাক পরতে ব্যর্থ হলে দেশটির নারীরা পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রজাতন্ত্রের প্রথম বছর থেকে ইরানে নারীদের জন্য মাথা ও ঘাড় ঢেকে রাখা বাধ্যতামূলক।

কর্তৃপক্ষ এবং পুলিশ টহল সাম্প্রতিক মাসগুলোতে পোষাক বিধি মানতে ব্যর্থ নারীদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করেছে৷

পোশাক বিধি লঙ্ঘন নিরীক্ষণের জন্য সর্বজনীন স্থানে নজরদারি ক্যামেরাও স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button