নেপালে আঘাত হানা ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। রাজধানী কাঠমাণ্ডু থেকে ৫০০ কিলোমিটার পশ্চিমে কারনালি প্রদেশের জাজরকোট জেলায় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়, রাতজুড়ে স্থানীয়দের ধ্বংসাবশেষ থেকে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে। ভূমিকম্পে দেশটিতে বেশ কয়েকটি বাড়ি পুরোপুরি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতজুড়ে ভয়ে অনেকে রাস্তায় রাত কাটিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ভূমিকম্পে ওই এলাকার ঘরবাড়ি ও ভবনগুলো বিধ্বস্ত হয়ে গেছে। ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। নয়া দিল্লির অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দেশটির কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে।
নেপালের জাতীয় ভূকম্পন কেন্দ্র বলেছে, ভূমিকম্পটি ৬.৪ মাত্রার ছিল। তবে জার্মান গবেষণা সংস্থা সায়েন্সেস (জিএফজে) পরে বলেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। আর যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, ভূমিকম্পটি ৫.৬ মাত্রার ছিল।
এদিকে নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এ নিয়ে গত এক মাসে দেশটিতে তিনবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো।