শুধু মহিলাদের নয়, পুরুষদেরও স্তন ক্যানসার হতে পারে। তাই বড় বিপদ ঘনিয়ে আসার আগেই এই মারণরোগের লক্ষণগুলি জেনে রাখা জরুরি। বর্তমানে বিশ্বে প্রতি ৩৯ জনের মধ্যে একজন মারা যান স্তন ক্যানসারে। পরিসংখ্যানের নিরিখে মৃত্যুর হার ২.৫ শতাংশ।
সাধারণত স্তন ক্যানসারের আক্রান্ত রোগীদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। তবে পুরুষরাও এই রোগে আক্রান্ত হতে পারেন। এমনকি কিছু বুঝে ওঠার আগেও রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে। সাধারণত বেশ কয়েকটি ঘটনার উপর নির্ভর করে স্তন ক্যানসার। যেমন পরিবারে আগে কারও ক্যানসার হয়ে থাকলে পরবর্তী প্রজন্মের মারণরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। তাই পরিবারে একবার কারও ক্যানসার হলে অন্যদের সতর্ক থাকা জরুরি।
সাম্প্রতিককালে পুরুষদের এ রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ক্যানসার সোসাইটির একটি পরিসংখ্যান। সেখানে দেখানো হয়, ২০১৫ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৩১ হাজার ৮৪০ জন নারী। সে বছর একই রোগে ভুগেছেন ২ হাজার ৩৫০ জন পুরুষ।
ক্যানসার বিশেষজ্ঞ জ্যানেল সেগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘ইউএসএ টুডে’কে জানিয়েছেন, পুরুষের স্তনে কোষের সংখ্যা কম থাকাটা আশীর্বাদের সঙ্গে অভিশাপও। পুরুষের স্তনে কোষের ঘনত্ব বেশ কম। এ কারণে স্তন ক্যানসারে আক্রান্ত হলে ভেতরকার ‘গোটা’ শনাক্ত করা সহজ। আবার কোষের ঘনত্ব কম হওয়ায় পুরুষের স্তন থেকে ক্যানসার ছড়িয়ে পড়ার হার অনেক বেশি।