আজ (১৫ নভেম্বর) থেকে ২০২৪ সালের হজের নিবন্ধন শুরু হচ্ছে। ১০ ডিসেম্বর পর্যন্ত একটানা চলবে এই নিবন্ধন প্রক্রিয়া। হজের নিবন্ধন বিজ্ঞপ্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি ও বেসরকারি হজ এজেন্সির হজযাত্রীরা ১৫ নভেম্বর থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। ১০ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে। ধারনা করা হচ্ছে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারিভাবে এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
এবছর বেসরকারি এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনের খরচ কমেছে ৮২ হাজার ৮১৮ টাকা। এখন সাধারণ প্যাকেজে হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং বিশেষ প্যাকেজে খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।
নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। হজযাত্রীরা নিবন্ধনের আগে হজ প্যাকেজ সম্পর্কে অবহিত হয়ে নিবন্ধন করবেন। নিবন্ধনের পর প্যাকেজ পরিবর্তনের সুযোগ থাকবে না। এ ছাড়া নিবন্ধনের পর হজে যেতে ব্যর্থ হলে ইতোমধ্যে ব্যয় করা অর্থ কর্তনের পর অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হবে।
কোনো কারণে হজের খরচ বাড়লে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে। সৌদি আরবে হুইল চেয়ার ব্যবহারের প্রয়োজন হলে নিজ উদ্যোগে হুইল চেয়ার সংগ্রহ ও ব্যবহার করতে হবে। বিমান টিকিট পরিবর্তন প্রয়োজন হলে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে নিজ দায়িত্বে টিকিট পরিবর্তন করতে হবে। সব হজযাত্রীর জন্য বিমানের ইকোনমি ক্লাসের টিকিট সরবরাহ করা হবে।