দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের তথ্য মতে গড় ভোট পড়েছে ৪১ দশমিক ৮০ শতাংশ। দেশের ২৯৮টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে গোপালগঞ্জ-৩ আসনে। সবচেয়ে কম পড়েছে ঢাকা-১৫ আসনে।
সোমবার নির্বাচন কমিশন ২৯৮টি আসনের ফলাফল তুলে ধরেছে। গোপালগঞ্জ-৩ আসনে দুই লাখ ৯০ হাজার ২৯৭ ভোটের মধ্যে ভোট পড়েছে দুই লাখ ৫৩ হাজার ২৪৭ ভোট। ভোটের হার ৮৭ দশমিক ২৪ শতাংশ। এ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর পেয়েছেন ৪৬৯ ভোট।
সবচেয়ে কম ভোট পড়েছে ঢাকা-১৫ আসনে। রাজধানী ঢাকার এ আসনে ভোট পড়েছে ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। এ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শামসুল হক পেয়েছেন দুই হাজার ৪৪ ভোট। ঢাকা–১৫-এর পরেই কম ভোট পড়েছে ঢাকা–১৭ আসনে। এখানে ১৬ দশমিক ৬৬ শতাংশ ভোট পড়েছে। এ আসনে জিতেছেন নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। তিনি ৪৮ হাজার ৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুলা মার্কা নিয়ে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মো. আইনুল হক পেয়েছেন ১ হাজার ৩৮০ ভোট।
ঢাকায় সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ঢাকা–৫ আসনে। এখানে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল পেয়েছেন ৫০ হাজার ৬৩১ ভোট। আর নৌকা প্রতীকের প্রার্থী হারুনর রশীদ মোল্লার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫০ হাজার ৩৩৪টি। নির্বাচনে সবচেয়ে কম ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ড. আওলাদ হোসেন। তিনি ভোট পেয়েছেন ২৪ হাজার ৭৭৫ ভোট।
ভোট পড়ার হারে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে গোপালগঞ্জ–২ আসন। এই আসনে ভোট পড়েছে ৮৩ দশমিক ২০ ভাগ ভোট। এই আসনে ভোট পড়েছে ৮৩ দশমিক ২০ ভাগ ভোট। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম পেয়েছেন ২ লাখ ৯৫ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির কাজী শাহীন পেয়েছেন ১৫১৪ ভোট।