পৌষ প্রায় শেষ হয়ে কড়া নাড়ছে মাঘ। মাঘের শুরুতেও এমন শীত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীতের সময়ে শীত থাকবে এটাই স্বাভাবিক। এবার মাঘের শুরুতেই মানুষ শীতের তীব্রতা আরও বেশী অনুভব করবে। তবে দেশের উত্তরাঞ্চলের জনপদের মানুষ শীতের তীব্রতা টের পাবে বেশি। পাশাপাশি ঘন কুয়াশাও থাকবে দেশের অনেক জায়গায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নওগাঁয় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে। আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনাও আছে। চুয়াডাঙ্গায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে।
উত্তরবঙ্গে গতকাল সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে কনকনে শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। আয় কমে গেছে অটোরিকশা চালকদের। কুড়িগ্রামের রাজারহাটে ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন; তিন দিন ধরে মিলছে না সূর্যের দেখা। ঠান্ডায় বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কষ্ট বেড়েছে। ঘন কুয়াশার কারণে কুড়িগ্রাম সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ছোট-বড় অনেক যান।
উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা জয়পুরহাটেও ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে মানুষের ভোগান্তি বেড়েছে।