দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার নতুন মন্ত্রীদের শপথ নেয়ার পালা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার ৩৭ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শপথ অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নে রয়েছে বাহারি ও মজাদার নানান খাবার। আর এই তালিকা বেশ দীর্ঘ।আনা হয়েছে বৈচিত্র্য।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, আপ্যায়নে মাংস ও সবজি জাতীয় খাবারকে প্রাধান্য দেয়া হয়েছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ফল।
জানা গেছে, আমিষ জাতীয় খাবারের টেবিলে থাকবে মাটন শিক কাবাব, চিকেন সাসলিক, ভেটকি মাছের ফিস ফিঙ্গার। আরও থাকবে বয়েল্ড ভেজিটেবলসের সঙ্গে মাশরুম,পনিরের সমুচা।
মিষ্টিমুখ করতে রাখা হবে পাটিসাপটা পিঠা,মিষ্টি-বাকলাবা।
ফলের তালিকায় রয়েছে কমলা, আপেল, আঙ্গুরে সাজানো বাস্কেট।