চিলিতে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১১২। এ ছাড়া এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
গত দু’দিন ধরে দাবানল ছড়িয়ে পড়েছে ভালপারাইসো এলাকায়। সেখান থেকে সর্বগ্রাসী আগুন ছড়াচ্ছে আশপাশের শহরগুলিতে। চিলির শান্ত শহরে এ যেন ছাইয়ের বৃষ্টি হয়ে চলেছে। আগুনের মত বৃষ্টির ছাই ঝরছে আকাশ থেকে। দাবানলে পুড়ছে আস্ত একটা শহর।
পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় সময় শনিবার (৩ ফেব্রুয়ারি) এক টেলিভিশন বিবৃতিতে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ইলেকটিভ সার্জারি স্থগিত করার এবং অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপনের অনুমোদনও দিয়েছে। মন্ত্রণালয় একই বিবৃতিতে জানিয়েছে, বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবার ওপর চাপ কমাতে সাহায্য করার জন্য পড়াশোনার শেষের দিকে থাকা মেডিকেল শিক্ষার্থীদেরও কাজে লাগানো হবে।
দেশটির মধ্যাঞ্চলীয় বনাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ আগুন লাগে। দাবানলের গ্রাসে জ্বলতে থাকে জঙ্গল। সেই আগুনই ক্রমে ছড়িয়ে পড়েছে ঘনবসতি এলাকায়। মৃতের সংখ্যা আরেও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে সরকার। দেশের অভ্যন্তরীণ মন্ত্রী ক্যারোলিনা তোহা জানিয়েছেন, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মানুষের মৃতদেহ। অসংখ্য বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। হেলিকপ্টারে করে দমকল বাহিনী উদ্ধার কাজে নেমেছে।
চিলির জাতীয় বন কর্তৃপক্ষের (সিওএনএএফ) তথ্যমতে, ভালপারাইসোর প্রায় ৭,০০০ হেক্টর ভূমি ইতোমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে।
চিলির পাশাপাশি দক্ষিণ আমেরিকার অন্য দেশ কলম্বিয়া, আর্জেন্টিনা, পেরুগুয়ে এবং ব্রাজিলেও তাপমাত্রা বাড়ছে। সেখানে দাবানল দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।