আন্তর্জাতিক

নোবেলজয়ী নার্গিসকে আরও ১৫ মাসের কারাদণ্ড দিল ইরান

মোহনা অনলাইন

শান্তিতে নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মদিকে আরও ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে ইরানের আদালত। মোহাম্মদি ইতোমধ্যে ১২ বছর ধরে কারাগারে একাধিক সাজা ভোগ করেছেন। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে, গত এক যুগ ধরে কারাভোগ করে আসছেন নার্গিস মোহাম্মদি। কারাগারে থাকা অবস্থায় তার বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করেছে দেশটির সরকার। এরই প্রেক্ষিতে তাকে আরও ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত।

নার্গিস মোহাম্মদী কয়েক দশক ধরে ইরানে মানবাধিকারের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এসব কাজের জন্য গত দুই দশকে তাকে বেশ কয়েকবার কারাগারে যেতে হয়েছে। তিনি মোট ১৩ বার গ্রেপ্তার হয়েছেন। এবং সর্বমোট ৩১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নতুন করে এ সাজা ঘোষণায় নিন্দা জানিয়েছেন নার্গিস মোহাম্মদির পরিবারের সদস্যেরা। তারা দাবি করেছেন, ২০২১ সালের মার্চের পর থেকে এ নিয়ে নার্গিস মোহাম্মদির বিরুদ্ধে পাঁচবার দণ্ডাদেশ দেওয়া হলো।

নতুন সাজায় মোহাম্মদিকে তেহরানের বাইরে দুই বছর নির্বাসনে থাকার আদেশ দেন আদালত। ফলে তাঁকে এখন কুখ্যাত এভিন কারাগার থেকে সরিয়ে নেওয়া হবে। যেখানে তিনি বর্তমানে বন্দি রয়েছেন। রায়ে আরো বলা হয়েছে, সাজা কাটানোর পর মোহাম্মদি দুই বছরের জন্য বিদেশ ভ্রমণ করতে পারবে না। পাশাপাশি একই সময়কালের জন্য রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর সদস্যপদ এবং মোবাইল ফোন রাখা তাঁর নিষিদ্ধ।

৫১ বছর বয়সী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই করায় তিনি সম্মানজনক এ পুরস্কার পান।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button