জাতীয়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

মোহনা অনলাইন

দেশের পরিবহন ও পাইকারি বাজারে চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নিতে আওয়ামী লীগের নেতা-জনপ্রতিনিধিদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মজুদদারি বন্ধ করার জন্যও নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করার পর শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সূচনা বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য কমাতে বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজি ও অবৈধ মজুতদারি বন্ধ করতে দলীয় জনপ্রতিনিধিদের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। ‘বিশেষ করে পরিবহনের ক্ষেত্রে বা পাইকারি বাজারে–এসব জায়গায় চাঁদাবাজি ও অবৈধ মজুতদারি বন্ধ করতে হবে। পাইকারি বাজারে চাঁদাবাজি, চলার পথের চাঁদাবাজি বন্ধ করতে হবে। আপনারা এখানে আছেন বিভিন্ন এলাকার প্রতিনিধি, এখানে আপনাদের দৃষ্টি দিতে হবে।’

নেতাকর্মীদের জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দুর্নীতির অর্থ কোনো ভালো কাজে লাগে না। বরং তাদের (দুর্নীতিবাজ) সন্তানরাই বিপথে যাবে— এই বদনাম যেন না হয়।’ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে অংশ নিয়েছেন। কেউ জয়ী হয়েছেন, কেউ জয়ী হতে পারেননি। কিন্তু কিছু ভোট তো পেয়েছেন। সেটি মাথায় রেখে জনগণের আস্থা, বিশ্বাস যেন নষ্ট না হয় তা আপনাদের চলন-বলনে ও কথায় প্রমাণ করতে হবে। কাজ করে মানুষের মন জয় করতে হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে উন্নয়নের অগ্রযাত্রায় যেন পিছিয়ে না পড়ি তা মাথায় রাখতে হবে। আপনারা সেভাবে কাজ করবেন, সেটাই চাই।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে বলে শেখ হাসিনা উল্লেখ করেন। তিনি বলেন, ‘যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের সুস্পষ্টভাবে বলতে হবে যে, কী দেখে বলছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় নাই। সেটা তারা বলছে না; বলে যাচ্ছে, নির্বাচন অবাধ, নিরপেক্ষ হয় নাই। কিছু দেশীয়-আন্তর্জাতিক পর্যায় থেকে এ ধরনের কথা বলা হয়। যে দেশই বলুক, তাদের কাছে আমার প্রশ্ন, কীভাবে, কোথায় সমস্যা? তাদের বলতে হবে।’

তিনি আরও বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে নির্বাচন হয়েছে, সেটা এখনো তাদের বিরোধীদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। এমনকি নির্বাচন-পরবর্তী সহিংসতায় খুনোখুনি হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে। জনপ্রশাসন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে।

নির্বাচন ঘিরে নৌকা ও দলীয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা দূর করার নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘যেটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে, এখন ভুলে যেতে হবে। সবাই এক হয়ে কাজ করতে হবে।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button