চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ২৩ মিনিটে এটি শুরু হয়। তবে এ চন্দ্রগ্রহণ দেখা যাবে পৃথিবীর বিস্তীর্ণ এলাকা থেকে। যা চলবে দুপুর ৩টা ২ মিনিট পর্যন্ত।
চন্দ্রগ্রহণ পৃথিবীর বিস্তীর্ণ এলাকা থেকে দেখা গেলেও সেই তালিকায় নেই ভারত ও বাংলাদেশ। মূলত পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে এ চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে এশিয়ার উত্তর ও পূর্ব অংশ। এছাড়াও চন্দ্রগ্রহণ দেখা যাবে ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা। প্রশান্ত মহাসাগরীয় আর্কটিক ও আন্টার্টিকার বহু অংশ দেখতে পাবে গ্রহণ।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা নাসার পরিসংখ্যান অনুযায়ী, সোমবারের পর বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে সেপ্টেম্বর মাসে। ১৮ সেপ্টেম্বর চাঁদের আংশিক গ্রহণ হওয়ার কথা রয়েছে। তা দেখা যাবে আফ্রিকা, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন অংশ থেকে।