কাঙ্খিত বৃষ্টিপাত হওয়ায় তাপপ্রবাহ থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছে দেশবাসী। রাজধানীতে ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে তাপমাত্রা। যার ফলে রাজধানীতে একদিনেই ৭ ডিগ্রি কমে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস, পরের দিন শনিবার যা নেমে আসে ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াসে। রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
রোববার পর্যন্ত ঢাকায় তাপপ্রবাহ থাকলেও সোমবার তা নেমে আসে ৩০ ডিগ্রির নিচে। ওইদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা কমে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার রাতের শিলাবৃষ্টির পর রাজধানীতে একদিনের ব্যবধানেই তাপমাত্রা কমেছে ৭ ডিগ্রি। একই সঙ্গে সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলাসিয়াস।
চলতি মাসে বৃষ্টি হওয়ায় এপ্রিলের মতো জনজীবন বিপর্যস্ত হওয়ার মতো অবস্থা সৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক ঢাকা টাইমসকে বলেন, ‘এপ্রিল মাসে ৩০ দিনই তাপপ্রবাহ ছিল। কিন্তু মে মাসে এমন পরিস্থিতি হবে না। ফলে তাপপ্রবাহের এলাকাগুলো কমে আসবে।’