রাজনীতি

পিজিবির ৪র্থ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোহনা অনলাইন

শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক নয় জিয়ারউর রহমানই স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। স্বাধীনতার ঘোষনার সুযোগ থাকার পরেও শেখ মুজিব নিরাপদে কারাবন্দি হয়ে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বুধবার দুপুরে পিজিবি শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পিজিবির ৪র্থ দ্বি-বার্ষিক সম্মেলন এর নব গঠিত কেন্দ্রিয় নির্বাহী কমিটি ঘোষণা উপলক্ষ্যে পাওয়ার গ্রিড বাংলাদেশ এর প্রধান কার্যালয়ে অয়োজিত সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি আরো বলেন, পতিত আওয়ামী সরকার স্বাধীনতার ঘোসক ও যুদ্ধের নেতৃত্বদানকারী জিয়াউর রহামনের স্ত্রী-সন্তানসহ পুরো পরিবারকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র করেছে।

আব্দুস সালাম আজাদ বলেন, খালেদা জিয়া কিংবা তারেক রহমান যদি সমঝোতা করতেন তবে তাকে এত মামলার বোঝা বইতে হতনা, দেশান্তরী হতে হতনা। এসময় তিনি তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এর আগে সভার সভাপতিঃ মোঃ বাবর আলী,অনুষ্ঠানে বিশেষ অতিথি জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি জনাব আনোয়ার হোসাইনসহ বিপিডিবি ও বিদ্যুৎ সেক্টরের বিভিন্ন কোম্পানী এপিসিএল ডিপিডিসি, ডেসকো, ইজিসিবি, ওজোপাডিকো, নেসকো, পিবিএস এর নেতৃবৃন্দ সহ পিজিবি শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পিজিবি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ২০২৪ এ নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। ইউনিয়নের সভাপতি মোঃ বাবর আলী, সহ সভাপতি আব্দুস সবুর, জসিমউদ্দিন বাদশাসহ ২৫ জনের তলিকা প্রকাশ করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button