আন্তর্জাতিক

পাপুয়া নিউগিনিতে ভূমিধস: চাপা পড়ার আশঙ্কা ৩ শতাধিক

 

ভয়াবহ ভূমিধসে মাটির সঙ্গে মিশে গেল পুরো একটি গ্রাম। বিশাল ভূমিধসে তিন শতাধিক মানুষ ও এক হাজার ১০০টির বেশি ঘরবাড়ি চাপা পড়েছে। এ ছাড়া শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মর্মান্তিক এমন ঘটনা ঘটেছে পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে। মধ্যরাতে যখন ভূমিধসের ঘটনা ঘটেছে,তখন গ্রামের বেশির ভাগ মানুষই ঘুমিয়ে ছিলেন।

শনিবার (২৫ মে) স্থানীয় গণমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

জানাযায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। গ্রামটি দেশটির রাজধানী পোর্ট মোরেসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) এবং অন্যান্য স্থানীয় গণমাধ্যম বলছে, ভূমিধসে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। তবে রয়টার্স স্বাধীনভাবে এই সংখ্যা যাচাই করতে পারেনি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে,এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, জরুরি সেবাদানকারী দলগুলোকে স্বল্প জনবসতিপূর্ণ এলাকায় পাঠানো হয়েছে। ভূমিধসের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এসব উপদ্রুত এলাকায় এখন উদ্ধারকাজ চালানো ও ত্রাণসহায়তা দেওয়ার একমাত্র উপায় হেলিকপ্টার।

অস্ট্রেলিয়ার মানবিক সংস্থা কেয়ার জানিয়েছে,চিকিৎসক ও সামরিক কর্মীদের নিয়ে গঠিত একটি দল বিচ্ছিন্ন ভূমিধসের জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button