বিশ্বজুড়েই বেশ নিন্দিত জার্মানের প্রয়াত চ্যান্সেলর অ্যাডলফ হিটলার। এবার গণহত্যাকারী নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল বলে পরিচিত দেশ তুরস্ক। গণহত্যাকারী নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতো হবে বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৯ জুলাই) আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তাসংস্থাটি বলছে, ‘যেভাবে গণহত্যাকারী হিটলারের সমাপ্তি হয়েছিল, তেমনি গণহত্যাকারী (ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন) নেতানিয়াহুরও সমাপ্তি হবে’ বলে তুরস্ক সোমবার জানিয়েছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘যেভাবে গণহত্যাকারী নাৎসিদের জবাবদিহি করা হয়েছিল, তেমনি যারা ফিলিস্তিনিদের ধ্বংস করতে চায় তাদেরও জবাবদিহি করা হবে। মানবতা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে। আপনি ফিলিস্তিনিদের ধ্বংস করতে পারবেন না।’
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সামাজিক মাধ্যম এক্স-এ বলেছেন, ‘আমাদের প্রেসিডেন্ট মানবতার বিবেকের কণ্ঠস্বর হয়ে উঠেছেন।’
তিনি আরো বলেন, যারা এই ন্যায়সঙ্গত কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চাইছেন, বিশেষ করে ইসরাইল, খুব আতঙ্কের মধ্যে রয়েছে।
তিনি যোগ করেন, ‘ইতিহাস সব গণহত্যাকারী এবং তাদের সমর্থকদের জন্য একইভাবে শেষ হয়েছে।’
সামাজিক মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে লক্ষ্য করে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কাটজের মানহানিকর ও অপমানজনক মন্তব্য করার পর এই বিবৃতি দেয়া হয়েছে।
এদিকে এরদোগান বলেছেন, ফিলিস্তিনিদের সহায়তার জন্য তার দেশ ইসরাইলে প্রবেশ করতে পারে, যেভাবে তারা লিবিয়া ও নাগার্নো-কারাবাখে করেছিল।
এরদোগান তার নিজ শহর রিজে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় বক্তৃতাকালে বলেন, ‘আমরা অবশ্যই খুবই শক্তিশালী। ফলে ফিলিস্তিনিদের প্রতি ইসরাইল যেসব অদ্ভূত কাজ করতে পেরেছে, আমাদের সাথে পারবে না। ঠিক যেমন আমরা কারাবাখে প্রবেশ করেছিলাম, ঠিক যেমন লিবিয়ায় প্রবেশ করেছিলাম, আমরা সেভাবে তাদের ভেতরেও প্রবেশ করতে পারি।’
এরদোগানের এই মন্তব্যের পর ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ এক্সে বলেন, তুর্কি প্রেসিডেন্ট ‘সাদ্দাম হোসেনের পদাঙ্ক অনুসরণ করে ইসরাইলকে আক্রমণ করার হুমকি দিচ্ছেন।’
কাটজ বলেন, ‘সেখানে কী ঘটেছিল এবং কিভাবে তা শেষ হয়েছিল’ তা এরদোগানের মনে রাখা উচিত।