বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক কর্মকাণ্ডকে ভালোভাবে নিচ্ছে না বিএনপি। ইতিমধ্যেই তাদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নেতারা।
রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের মধ্য দিয়ে ছাত্ররা মূলত নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে মনে করছেন বিএনপির নীতিনির্ধারকরা। বৈষম্যবিরোধী ছাত্রদের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক না থাকায় পেছন থেকে কারা তাদের ইন্ধন জোগাচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। গতকাল মঙ্গলবার শহীদ মিনার থেকে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধীরা। এ কর্মসূচি ঘিরে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এমন প্রেক্ষাপটে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টাব্যাপী ওই বৈঠকের প্রধান এজেন্ডাই ছিল ছাত্রদের ঘোষণাপত্র।
বৈঠকের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রনেতাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ছাত্রনেতাদের সঙ্গে সাক্ষাতের বিস্তারিত তুলে ধরেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পেছনে কারা এবং কাদের পৃষ্ঠপোষকতা রয়েছে, সে নিয়ে স্থায়ী কমিটির সভায় প্রশ্ন তোলেন বিএনপির নেতারা। ছাত্র আন্দোলনের উদ্যোগের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক তাঁরা খুঁজে পাচ্ছেন না বলেও জানান। ছাত্রদের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা নেই, জামায়াতে ইসলামী জড়িত কি না, তাও তাদের কাছে স্পষ্ট নয়। তবে দেশে যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে, সেটা আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার পর বিএনপিকেও সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র বলে মনে করছেন নেতাদের কেউ কেউ।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়। বলা হয়, আন্দোলনের সমন্বয়কদের কেউ কেউ ছাত্রলীগ করা, আবার কেউ কেউ এসেছেন ছাত্রশিবির থেকে। এ ছাড়া কেউ কেউ আন্দোলন-পরবর্তী সময়ে সমন্বয়ক হয়েছেন। সে কারণে তাঁদের আগামীর লক্ষ্য কী, তা স্পষ্ট নয়। তাঁদের কেউ কাউকে পুনর্বাসন করতে চায় কি না, সে প্রশ্নও থেকে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পেছনে কারা এবং কাদের পৃষ্ঠপোষকতা রয়েছে, সে নিয়ে স্থায়ী কমিটির সভায় প্রশ্ন তোলেন বিএনপির নেতারা। ছাত্র আন্দোলনের উদ্যোগের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক তাঁরা খুঁজে পাচ্ছেন না বলেও জানান। ছাত্রদের সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা নেই, জামায়াতে ইসলামী জড়িত কি না, তাও তাদের কাছে স্পষ্ট নয়। তবে দেশে যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে, সেটা আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার পর বিএনপিকেও সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র বলে মনে করছেন নেতাদের কেউ কেউ।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়। বলা হয়, আন্দোলনের সমন্বয়কদের কেউ কেউ ছাত্রলীগ করা, আবার কেউ কেউ এসেছেন ছাত্রশিবির থেকে। এ ছাড়া কেউ কেউ আন্দোলন-পরবর্তী সময়ে সমন্বয়ক হয়েছেন। সে কারণে তাঁদের আগামীর লক্ষ্য কী, তা স্পষ্ট নয়। তাঁদের কেউ কাউকে পুনর্বাসন করতে চায় কি না, সে প্রশ্নও থেকে যায়।