বিনোদন

২০২৫-এর এক ঝাঁক প্রতীক্ষিত সিনেমা

মোহনা অনলাইন

পৃথিবীর অন্যতম চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউড। যদিও ২০২৪ সালটা বলিউডের জন্য ছিল বেশ কঠিন। তবে ২০২৫ সাল নিয়ে আসছে  একের পর এক চমক। কারণ এ বছর বক্স অফিস কাঁপাবে প্রায় হাফ ডজন ছবি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, সিনেবোদ্ধারা বলছেন, ২০২৫ এ এমন কিছু সিনেমা আসছে যেগুলোতে অভিনয় করেছেন প্রথম সারির বলিউড তারকারা। বিগ বাজেটের এসব সিনেমাই নতুন বছরে দর্শক মাতাবে। অ্যাকশন, ড্রামা, ইতিহাস ও থ্রিলের মিশেলে সাজানো এই সিনেমাগুলো। কেবল বক্স অফিসই নয়, দর্শকদের হৃদয়ও জয় করার প্রতিশ্রুতি দিচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন সিনেমাগুলোকে বলা হচ্ছে সবচেয়ে সম্ভাবনাময়।

আসুন এক নজরে দেখে নিই, ২০২৫ কাঁপাতে পারে এমন কিছু বলিউড সিনেমার নাম। যেগুলো নতুন বছরে রাজত্ব করবে সিনেপ্রেমী দর্শক হৃদয়ে-

সিকান্দার:

এবার ঈদে সালমান খান বড় পর্দায় ফিরছেন চমক নিয়ে। এ আর মুরুগাদোস পরিচালিত অ্যাকশন, থ্রিলারে সালমানের সঙ্গে থাকছেন রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমান জোশি এবং প্রতীক বাব্বর।

হাইজ ফুল ৫:

নতুন বছরে কমেডি আর অ্যাকশনের মজা দিতে তারকাবহুল সিনেমা হাউজফুল ৫ আসছে। একটি মিথ্যাকে কেন্দ্র করে এগিয়ে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্দেজ, রিতেশ দেশমুখ, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, নানা পাটেকর, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, ফারদিন খান, চাঙ্কি পান্ডে এবং অন্যান্যরা। ছবিটি চলতি বছরের জুনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ইমারজেন্সি:

কঙ্গনা রানাউতের পরিচালনায় ও অভিনীত এই বায়োপিকটি ভারতে ইন্দিরা গান্ধী সরকারের জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপটে নির্মিত। কঙ্গনা এখানে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম ভূমিকায় অভিনয় করেছেন। অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মাহিমা চৌধুরী এবং মিলিন্দ সোমানও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।

ছাভা:

শিবাজী সাওয়ান্তের মারাঠি উপন্যাস ছাভা অবলম্বনে নির্মিত এই ঐতিহাসিক সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। ছবিতে ছত্রপতি শম্ভাজি মহারাজের ভূমিকায় থাকছেন ভিকি কৌশল। এ ছাড়াও রাশমিকা মান্দানা যশুবাই ভোসলে এবং অক্ষয় খান্না সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন।

দেবা:

রোশন অ্যান্ড্রুজ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে শহিদ কাপুর ও পূজা হেগড়ে জুটির নতুন রসায়ন দেখা যাবে।

স্কাই ফোর্স:

অভিষেক অনিল কাপুর ও সন্দীপ কেওলানি পরিচালিত এই সিনেমাটি ১৯৬৫ সালে ভারত–পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। অভিনয়ে রয়েছেন অক্ষয় কুমার, নিমরাত কৌর, সারা আলি খান ও নতুন মুখ বীর পাহাড়িয়া।

রেড ২:

ব্যবসা সফল সিনেমা ছিল রেড। ছয় বছর পর আসছে সিক্যুয়েল। অফিসার অময় পট্টনায়েকের চরিত্রে অজয় দেবগন। পরিচালক রাজকুমার গুপ্ত এবার অজয়ের বিপরীতে রেখেছেন রীতেশ দেশমুখকে। ছবিটি মুক্তি পাবে ১ মে।

লাহোর ১৯৪৭:

‘গদর’–এর সিক্যুয়াল  ‘গদর ২’ ছিল ২০২৩ সালের ব্যবসা সফল সিনেমা। এর সাফল্য সানি দেওলকে নিয়ে নতুন করে ভাবিয়েছে বলিউডকে। এর ফলাফল এই সিনেমা। ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে সময়কাল এই সিনেমা। সানির বিপরীতে রয়েছেন প্রীতি জিন্তা। আমির খান প্রযোজিত সিনেমাটির পরিচালক রাজকুমার সন্তোষী। সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বক্স অফিসে এই সিমেনা অনন্য এক নজির গড়তে পারে।

ওয়ার ২:  ২০১৯ সালে ‘ওয়ার’–এ কবীর চরিত্রে আলোড়ন তোলেন হৃতিক রোশন। এই সিনেমার সিক্যুয়েল আসছে ভারতের স্বাধীনতা দিবসে। তবে এবার চমক হিসেবে থাকছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটি আর। নায়কের ভূমিকায় নয়, তিনি হাজির হবেন খল চরিত্রে। তবে সিদ্ধার্থ আনন্দের পরিবর্তে পরিচালক থাকছেন অয়ন মুখোপাধ্যায়। প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা, সেটি সময়ই বলে দেবে।

থামা:

বর্তমানে জনপ্রিয়তা বেড়েছে হরর কমেডি সিনেমার। গত বছর বলিউডে ‘স্ত্রী ২’ বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এবার হরর কমেডি সিনেমায় কাজ করছেন আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা। আদিত্য সরপোতদার পরিচালিত এ সিনেমা দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা।

আলফা:

যশরাজ ফিল্মসের গুপ্তচর ঘরানায় এ–ই প্রথম কেন্দ্র চরিত্রে নারী। থাকছেন আলিয়া ভাট ও শর্বরী ওয়াগ। সিনেমার অন্যতম আকর্ষণ— খল চরিত্রে ববি দেওল। সিনেমাটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর। জানা গেছে, সিনেমার প্রযোজনা সংস্থার একই ঘরানার অন্য ছবির তারকারা ক্যামিয়ো থাকতে পারেন।

গেম চেঞ্জার:

এস শঙ্কর পরিচালিত এই প্যান–ইন্ডিয়া রাজনৈতিক অ্যাকশন থ্রিলারে রামচরণ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও রয়েছেন কিয়ারা আদভানি। আজাদ অভিষেক কাপুর পরিচালিত এই ছবিতে অজয় দেবগনের ভাগনে আমান এবং রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা ঠাডানি আত্মপ্রকাশ করছেন। ছবিটি ভারতের প্রাক–স্বাধীনতার প্রেক্ষাপটে নির্মিত।

১২০ বাহাদুর:

 দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন ফারহান আখতার। ১৯৬২ সালের ভারত–চীন যুদ্ধের সেনার চরিত্রে থাকছেন তিনি। সিনেমাটির প্রেক্ষাপট রেজাংলা উপত্যকার (বর্তমান রেচিংলা) যুদ্ধ। ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। রজনীশ ঘাই পরিচালিত এ সিনেমা মুক্তি পাবে ২১ নভেম্বর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button