Top Newsআন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

মোহনা অনলাইন

গত কয়েক সপ্তাহ ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার পর ইউন সুক ইওল বুধবার জানান, তিনি আর রক্তপাত চান না।গত ৩ ডিসেম্বর ইওল দক্ষিণ কোরিয়ায় স্বল্পস্থায়ী সামরিক আইন জারি করেন। ১৪ ডিসেম্বর পার্লামেন্টের সদস্যরা ইওলকে ইমপিচ করেন। তারপর থেকে তাকে গ্রেপ্তার করার জন্য একাধিকবার চেষ্টা করেছিলেন তদন্তকারীরা।

বুধবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় ভোরবেলা রাজধানী সিউলে ইউনের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে সিউলের পাহাড়ি এলকার ওই বাসভবনে বসবাস করছিলেন ইউন। বাড়িটির চারদিক কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল এবং তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য বাড়ির বাইরে ছিল সশস্ত্র বাহিনীর একটি ছোট দল। মঙ্গলবার রাতে ৩০০ পুলিশ এবং দক্ষিণ কোরিয়ার দুর্নীতি দমন সংস্থার তদন্তকারীদের একটি দল ইউনের বাসভবনের বাইরে অবস্থান নেয়। তারপর ভোরে তাকে গ্রেপ্তার করে মূল শহর অভিমুখে রওনা হয়।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইউনের আইনজীবীরা জানিয়েছেন, এই গ্রেপ্তার অবৈধ এবং ইউনকে জনসমক্ষে হেয় করার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ইউন সুক ইয়োলই প্রথম প্রেসিডেন্ট, যিনি অভিশংসন ও গ্রেপ্তার পরিস্থিতির মুখে পড়েছেন।

ইউন সুক ইওলকে দুর্নীতি বিরোধী সংস্থার অফিসে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা আগামী ৪৮ ঘণ্টা ধরে তাকে জেরা করবেন। তারপর তারা তেকে ছেড়ে দিতে পারেন অথবা আরো ২০ দিন আটক রাখার জন্য ওয়ারেন্ট চাইতে পারেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button