সংবাদ সারাদেশ

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক জিয়া

মোহনা অনলাইন

ঐতিহ্যবাহী সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের ঢাকা জেলা (সাভার) প্রতিনিধি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক পদে আরটিভির ঢাকা জেলা (সাভার) প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সাভার প্রেসক্লাব হলরুমে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে দিনভর ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাবে ৫৪ জন ভোটার তাদের মূল্যবান ভোট দেন।

নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজকালের খবরের সাভার প্রতিনিধি আরিফুর রহমান ও মানবজমিনের স্টাফ রিপোর্টার হাফিজ উদ্দিন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেন। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক করতোয়ার সাভার প্রতিনিধি এসএম সবুজ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক নিউজ গার্ডেনের সম্পাদক ওমর ফারুক। দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকালের খবরের সাভার প্রতিনিধি ফুলকীর এমদাদ হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকাপোস্টের জেলা প্রতিনিধি লোটন আচার্য। পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের সাভার প্রতিনিধি আমান উল্লাহ পাটোয়ারী।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের স্টাফ নির্বাচিত হয়েছেন গোবিন্দ আচার্য, জিটিভি ও ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আজিম উদ্দিন এবং দ্য ডেইলি স্টার ও নাগরিক টিভির সাভার প্রতিনিধি আখলাকুর আকাশ।

উল্লেখ্য, নানা জটিলতার কারণে প্রায় সাতবছর পর উৎসবমুখর পরিবেশে সাভার প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয় এতে মোট ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button