আন্তর্জাতিক

ইলন মাস্কের ‘সমালোচনায়’ ডোনাল্ড ট্রাম্প!

মোহনা অনলাইন

সদ্য আমেরিকা সফরে গিয়ে টেসলার প্রধান ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, শীঘ্রই ভারতে টেসলা তৈরি করে তা বিক্রি শুরু করতে পারেন ইলন মাস্ক। আর এই রিপোর্ট সামনে আসতেই প্রতিক্রিয়া দিলেন ডোনাল্ড ট্রাম্প।

এর আগে মোদীর সঙ্গে মাস্কের বৈঠক ঘিরে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, সরকারের পক্ষ থেকেই কি মোদীর সঙ্গে দেখা করেন মাস্ক? সেই সময় ট্রাম্প দাবি করেছিলেন যে মোদী কেন মাস্কের সঙ্গে দেখা করেছেন তা তাঁর জানা নেই। সঙ্গে তিনি এও মন্তব্য করেছিলেন, ইলন মাস্ক তো ব্যবসায়ীও বটে।

আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইলন মাস্কের টেসলার ভারতে কারখানা স্থাপন করা ‘খুবই অন্যায়’। ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের সাক্ষাৎকারের সময় এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সেই সাক্ষাৎকারেও ভারতের শুল্ক নিয়ে অভিযোগ করতে শোনা গিয়েছিল ট্রাম্পকে। এর আগে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের দিনই ‘প্রতিশোধমূলক শুল্ক’ আরোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প।

তিনি বলেছিলেন, চড়া শুল্কের কারণে ভারতে ব্যবসা করা অত্যন্ত কঠিন। সাধারণত বিশ্বের যে কোনও দেশের তুলনায় মার্কিন পণ্যের উপরে বেশি শুল্ক ধার্য করে ভারত। সেই পরিস্থিতিতে এবার থেকে ভারত মার্কিন পণ্যের উপরে যে হারে শুল্ক চাপাবে, সেই হারেই ভারতীয় পণ্যের উপরে শুল্ক ধার্য করা হবে।

পারস্পরিক শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বাণিজ্যের ক্ষেত্রে সুবিচারের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিশোধমূলক শুল্ক চাপাব। অর্থাৎ যে দেশ আমেরিকার পণ্যের উপরে যতটা শুল্ক চাপাবে, ঠিক ততটাই শুল্ক চাপানো হবে ওই দেশের উপরে। বেশিও না, কমও নয়। এদিকে ট্রাম্প প্রশাসনের কমার্স ডিপার্টমেন্টের মনোনীত প্রধান হাওয়ার্ড লুটনিক বলছেন, এই পারস্পরিক শুল্কের প্রস্তাব এপ্রিলের আশপাশে লাগু হতে পারে।

টেসলা এবং ভারত সরকারের মধ্যে কয়েক বছর ধরে আলোচনা চললেও উচ্চ শুল্কের কারণে কোম্পানিটি এতদিন দেশটিতে প্রবেশ করেনি। তবে ভারত সরকার সম্প্রতি ৪০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের বিলাসবহুল গাড়ির ওপর মৌলিক কাস্টমস শুল্ক ১১০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করেছে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button