বিজ্ঞান ও প্রযুক্তি

ঢাকায় গিগাবাইটের ডিলার মিট, শুরু ‘ফাগুনের আগুন’ অফার

মোহনা অনলাইন

রাজধানী ঢাকায় হয়ে গেল ‘গিগাবাইট ডিলার মিট’। গিগাবাইটের একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড আয়োজিত এই সম্মেলনে নতুন পণ্য, প্রযুক্তি এবং বিশেষ অফার নিয়ে আলোচনা করেন গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জহির স্মার্ট টাওয়ারে অনুষ্ঠিত এ সভায় এলিফ্যান্ট রোড ও মাল্টিপ্লান সেন্টারের ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা অংশ নেন।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের ডিস্ট্রিবিউশন বিজনেস পরিচালক জাফর আহমেদ বলেন, দুই যুগ ধরে স্মার্ট টেকনোলজিস গিগাবাইটের সঙ্গে কাজ করছে। গিগাবাইট বিশ্বস্ত ব্র্যান্ড, যা সর্বোচ্চ মানের পণ্য এবং ভালো আফটার-সেলস সার্ভিস নিশ্চিত করে। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় অসাধু ব্যবসায়ীদের ফাঁদে পা দেবেন না।

গিগাবাইট শুধু মাদারবোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই জানিয়ে জাফর আহমেদ বলেন, গিগাবাইট এখন মনিটরসহ পুরো পিসি হার্ডওয়্যার সেগমেন্টে ভালো করছে এবং নতুন নতুন পণ্য নিয়ে বাজার সম্প্রসারণের পরিকল্পনা করছে।”

তিনি আরও বলেন,‘গিগাবাইট, স্মার্ট টেকনোলজিস এবং আমাদের ডিলাররা একসঙ্গে একটি পারিবারিক সম্পর্কের মতো কাজ করছে। আপনাদের আন্তরিকতায় গিগাবাইট পরিবার মুগ্ধ।

গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন,বাংলাদেশের বাজারে গিগাবাইট মনিটর, গ্রাফিক্স কার্ডসহ অন্যান্য পণ্যের অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি জানান, পাওয়ার সাপ্লাই পণ্যগুলোর ক্ষেত্রে বার্ন ওয়ারেন্টি সুবিধা ঘোষণা করা হয়েছে, যা ডিলারদের জন্য ইতিবাচক সাড়া ফেলেছে।

গিগাবাইটের পক্ষ থেকে ‘ফাগুনের আগুন’ নামের বিশেষ অফার ঘোষণা করা হয়েছে, যা ডিলার ও ভোক্তাদের জন্য আকর্ষণীয় ছাড় ও সুবিধা দেবে।

ডিলার ও গ্রাহকদের ‘স্মার্ট ওয়ারেন্টি’ স্টিকার দেখে পণ্য কেনার আহ্বান জানানো হয়, যাতে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা কমে।

ডিলার মিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডেপুটি ম্যানেজার এলান সু, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক মুজাহিদ আল বেরুনি সুজন

গিগাবাইটের প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী।

উল্লেখ্য, গিগাবাইট বিশ্বের অন্যতম শীর্ষ মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সল্যুশন উৎপাদক প্রতিষ্ঠান। বাংলাদেশে প্রতিষ্ঠানটির একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button