Top Newsআন্তর্জাতিক

দাঁত দিয়ে ট্রেন টেনে বিশ্বরেকর্ড

মোহনা অনলাইন

যেখানে হাতের ধাক্কায় একজন মানুষ ট্রেন সরাতে পারেনা সেখানে দাঁত দিয়ে ট্রেন টেনে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এক ব্যক্তি। এই অনন্য কীর্তি গড়ে তিনি নতুন বিশ্ব রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন মিসরের কুস্তিগির আশরাফ মাহারুস। তার দেশে তিনি কাবোঙ্গা নামে পরিচিত।

সম্প্রতি বিস্ময়কর এই ঘটনা ঘটে কায়রোতে। গত বৃহস্পতিবার সাধারণ মানুষ কায়রোর রামসেস ট্রেন স্টেশনে জড়ো হন। সেখানেই ২৭০ টন ওজনের একটি ট্রেনে দড়ি লাগিয়ে নিজের দাঁত দিয়ে ট্রেনে প্রায় ৩৩ ফুট এগিয়ে নিয়ে যান। এরপর শরীরের সঙ্গে বেল্ট বেধে ট্রেনটি আবারও টানেন তিনি।

বার্তাসংস্থা এপি শনিবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, আশরাফ মাহারুস এ সপ্তাহে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস থেকে তিনটি বিশ্বরেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন। যারমধ্যে একটি হলো দাঁত দিয়ে সবচেয়ে ভারী ট্রেন টানার রেকর্ড। আর বাকি দুটি হলো সবচেয়ে ভারী ইঞ্জিন টানা এবং দ্রুতগতিতে ১০০ মিটার গাড়ি টানার রেকর্ড।

এই কীর্তি গড়ে তিনি বিশ্বের অন্যতম শক্তিশালী মানব হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার শরীরে এত শক্তি রয়েছে যে সেটি দিয়ে অনেক কিছুই করতে পারেন তিনি। দাঁত দিয়ে ট্রেন টানা তার মধ্যে অন্যতম।
৪০ বছর বয়সী এই ব্যক্তি মিসরের পেশার কুস্তিগির ফেডারেশনের সভাপতি। তিনি ২০২৪ সালে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ১১টি কাঁচা ডিম ভেঙে ও সেগুলো খেয়ে রেকর্ড গড়েছিলেন। এরআগে ২০২১ সালে নিজের দাঁত দিয়ে ১৫ হাজার ৭৩০ কেজি ওজনের একটি গাড়ি টেনেছিলেন তিনি।
বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন কৃতিত্বের জন্য এর আগে বেশ কিছু রেকর্ড স্থাপিত হলেও, এই কীর্তি সর্বোচ্চ সীমারেখা অতিক্রম করার জন্য নজির হয়ে থাকবে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button