বিনোদন

শাকিব খানকে নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই: যীশু

মোহনা অনলাইন

কলকাতার বর্তমান সময়ের শীর্ষ তারকার একজন যিশু সেনগুপ্ত। শুধু টলিউড নয় বলিউডের বর্তমান সময়ের শীর্ষ অভিনেতাদেরও একজন তিনি। এমনকি যীশুকে পর্দা কাঁপাতে দেখা গেছে দক্ষিণী সিনেমাতেও।

সম্প্রতি যিশু জুটি বাঁধলেন বাংলার মেগাস্টার শাকিব খানের সঙ্গে। শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’-এ অভিনয় করেছেন তিনি। পর্দায় এই দুই সুপারস্টারের লড়াই দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ভক্তরা।

পর্দায় দু’জনের লড়াইটা দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ভক্তরা। এবার দেশের একটি সংবাদমাধ্যমের কাছে যীশু কথা বললেন শাকিবকে নিয়ে।

তিনি বলেন, ওর (শাকিব খান) সম্পর্কে আমার বলার ধৃষ্টতা নেই। সে বাংলাদেশের মেগাস্টার। এতে কোনো সন্দেহ নেই। মানুষ হিসেবে অসাধারণ, সহশিল্পী হিসেবে মেধাবী। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ। ওর সঙ্গে কাজ করে মনে হয়েছে একজন অসাধারণ মানুষের সঙ্গে আলাপ হয়েছে।

প্রথম থেকেই নির্মাতা হৃদয় বলছিলেন, বরবাদ সিনেমায় দেখা যাবে ভায়োলেন্স। টিজারে সেই আভাসটাই দিলেন নির্মাতা। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওর বেশির ভাগজুড়েই ছিল নৃশংসতা।

এরপরেই ব্যাকগ্রাউন্ডে শাকিবের কণ্ঠে শোনা যায়, ‘আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ কইরা দিতে পারি।’

টিজারে একপর্যায়ে আগমন ঘটে যিশু সেনগুপ্তের। বিধ্বস্ত জেলখানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মৃতদেহের মাঝ থেকে উঠে দাঁড়িয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন তিনি। বোঝাই যাচ্ছে বরবাদে পুলিশ কর্মকর্তার চরিত্রে হাজির হবেন টালিউডের এই অভিনেতা, যাঁর লড়াইটা হবে ভয়ংকর শাকিবের সঙ্গে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button