Top Newsবিজ্ঞান ও প্রযুক্তি

বন্ধ হয়ে যাবে গুগল অ্যাসিস্ট্যান্ট পরিষেবা

মোহনা অনলাইন

এবার বন্ধ হয়ে যাবে গুগলের এই অতি পুরনো পরিষেবা। এই বছরের শেষ দিকেই বন্ধ হতে চলেছে এই পরিষেবা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বছরের শেষের মধ্যে বেশিরভাগ মোবাইল ডিভাইসেই গুগল জেমিনির পরিষেবা চালু হয়ে যাবে এর পরিবর্তে।

অর্থাৎ কথা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্টকে নিয়ে। এতদিন পর্যন্ত সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই দেওয়া থাকত গুগলের এই পরিষেবার সুযোগ, তবে ২০১৬ সালে চালু হওয়া এই পরিষেবা এবার থেকে আপগ্রেড হয়ে যাবে গুগল জেমিনিতে।

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি একটি সক্ষম অ্যাসিস্ট্যান্ট কিন্তু এখন ব্যবহারকারীরা আরও পার্সোনালাইজড অ্যাসিস্ট্যান্ট চান আর সেই পরিষেবা দেওয়া শুরু করবে গুগল জেমিনি। গুগল জানিয়েছে যে আনুষ্ঠানিকভাবে গুগল অ্যাসিস্ট্যান্টকে অবসর দেওয়া হয়েছে এবং তার জায়গা নেবে এবার থেকে গুগল জেমিনি, তাই একমাত্র বিকল্প।

গুগল জেমিনি একটি এআই অ্যাসিস্টেড পরিষেবা এবং এটি অ্যাডভান্সড ল্যাঙ্গোয়েজ অ্যান্ডারস্ট্যান্ডিং ও রিজনিংয়ের সঙ্গে আসে। গুগল জানিয়েছে যে কয়েক মিলিয়ন লোক গুগল অ্যাসিস্ট্যান্টের থেকেও গুগল জেমিনিকে বেশি পছন্দ করে এবং একে বেশি সহায়ক বলে মনে করে। আর তাই পরবর্তী মাস থেকেই মোবাইল ব্যবহারকারীদের জন্য গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে গুগল জেমিনিতে শিফট শুরু হবে। এই বছরের শেষের মধ্যেই এই আপডেটের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। গুগল অ্যাসিস্ট্যান্টে কনটেক্সচুয়াল অ্যাওয়ারনেস ছিল না, তবে এটি যে সমস্ত ফোনে ২ জিবির থেকেও কম র‍্যাম আছে সেখানেও কাজ করত। এমনকী অ্যান্ড্রয়েড ১০-এর থেকেও পুরনো সফটওয়্যারে কাজ করত।

এখন গুগল অ্যাসিস্ট্যান্টের চাহিদা কনভারসেশনাল স্তরে নেই, অ্যাসিস্ট্যান্টের বদলে এআই পরিচালিত ইন্টার‍্যাকশন বেড়ে চলেছে। যেখানে অ্যাসিস্ট্যান্ট কাজ করে বেসিক ভয়েস কমান্ডের সাহায্যে, সেখানে আমাজনও তার অ্যালেক্সাকে অনেক বেশি কনভারসেশনাল করে তুলেছে।

গুগল জানিয়েছে যে শুধু মোবাইল ডিভাইসেই নয়, টিভি, গাড়ি, ট্যাব, স্পিকার সর্বত্র গুগল জেমিনিতে আপগ্রেড করে দেওয়া হবে। গুগল জানিয়েছে যে আনুষ্ঠানিকভাবে গুগল অ্যাসিস্ট্যান্টকে অবসর দেওয়া হয়েছে এবং তার জায়গা নেবে এবার থেকে গুগল জেমিনি, তাই একমাত্র বিকল্প।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button