
কুষ্টিয়ার মিরপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।তিনি সদরপুর এলাকার সারাউদ্দিনের ছেলে । শনিবার (১৫মার্চ) বিকেলের দিক এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার বিকেলে তেঁতুল পেড়ে দেবার কথা বলে কাঞ্চনের পুকুর পাড় তেঁতুল তলা থেকে তামাক ক্ষেতের ভিতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঐসময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশ হেফাজতে দিয়ে দেয়। রবিবার (১৬ মার্চ) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, শিশুটি বাড়ির পেছনে খেলা করছিলো এসময় তাকে পাশের তামাক ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।