আন্তঃজাতীয়তার যুগে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে এবিবিসি
মোহনা অনলাইন

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি) গত ৩রা এপ্রিল ২০২৫ তারিখে সিডনির অভিজাত এলাকায় অবস্থিত পার্ক হায়াত হোটেলে “আন্তঃজাতীয়তার যুগে প্রবাসীদের সম্পৃক্তকরণ” শীর্ষক একটি যুগান্তকারী একটি আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করে।
এই সময়োপযোগী সমাবেশ আজকের আন্তঃসংযুক্ত বিশ্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান ভূমিকা অন্বেষণ করার জন্য চিন্তাশীল নেতা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং বাংলাদেশী প্রবাসীদের একত্রিত করার সুযোগ করে দেয়। অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে রয়েছেন:
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী, নবনিযুক্ত অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার, মাননীয় এফ.এম. বোরহান উদ্দিন। অনুষ্ঠানে সম্মানিত সকল অতিথিদের মাঝে তারা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী তার বক্তব্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সাফল্য সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন ও আগামী প্রজন্মের কাছে সফল একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রবাসীদের সম্পৃক্ত করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের চলমান আন্তরিকতা ও ভবিষ্যৎ রুপরেখা নিয়ে ধারনা দেন। হাইকমিশনার, মাননীয় এফ.এম. বোরহান উদ্দিন তার বক্তব্যে আন্তঃজাতীয়তা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি সারাবিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অবদান ও আগামীর দিনগুলোতে প্রবাসীদেরকে সম্পৃক্ত রাখার গ্রুরুত্ব ও এ বিষয়ক বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সফল তরুন উদ্যোক্তা ও বিভিন্ন পেশায় নিয়োজিত থাকা সফল বাংলাদেশীরা। ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শীক্ষার্থী নিয়োগ বিষয়ক পরিচালক জনাব তানভীর শহীদ তার বক্তব্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রবাসীদের সম্পৃক্ততা, অভিবাসন নীতি, আন্তর্জাতিক শিক্ষা এবং আন্তঃসীমান্ত অর্থনৈতিক সহযোগিতার উপর আলোচনা করেন এবং অন্যান্ন বক্তারাও একই ধারাবাহিকতায় তাদের মুল্যবান বক্তব্য, পরামর্শ ও অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের প্রত্যাশা তুলে ধরেন।
আন্তঃজাতীয়তাবাদের যুগে প্রবাসী বাংলাদেশীদের আরো সম্পৃক্ত করার জন্য মুলত অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিগতভাবে মাতৃভূমির প্রতি আনুগত্য বহিঃপ্রকাশের সুযোগ সহজ করে দেওয়া এবং প্রবাসী বাংলাদেশীদের সহযোগীতা ও পরামর্শ নিয়ে বাংলাদেশের প্রশাসনীক, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি ও অবকাঠামোগত উন্নয়নকে আরো গতিশীল করার করার আশা ব্যক্ত করা হয়। এই আলোচনা সভায় প্রবাসে অবস্থানরত বাংলাদেশী অরাজনৈতিক সংগঠনগুলির সাথে সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ বৃদ্ধি ও সম্প্রসারণ এবং প্রবাসী সকল শিক্ষিত ও মেধাবী বাংলাদেশীদের সাথে একটি দৃঢ় নেটওয়ার্ক তৈরির ব্যপারে জোড় দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে এবিবিসি চেয়ারপারসন জনাব ফয়েজ দেওয়ান সমাপনী বক্তব্য রাখেন ও সকলকে স্বতস্ফুর্ত অংশগ্রহনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন এবিবিসি প্রায় দুই যুগ ধরে অস্ট্রেলিয়া বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এর পাশাপাশি দেশের প্রয়োজনে আরো গঠনমূলক কাজের জন্য সহযোগীতা অব্যাহত রাখবে। অনুষ্ঠানের শেষে নৈশভোজের আয়োজন করা হয় ও আমন্ত্রীত বিশেষ অতিথীদের মাঝে এবিবিসি এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট হস্তান্তর করা হয়।