গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর নতুন করে চালানো বিমান হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত ও বহু আহত হয়েছে। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় দখলখার বাহিনীর হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫৮।
গাজার চিকিৎসা সূত্রের বরাতে আল-জাজিরা জানায়, গত মঙ্গলবার ভোরে নতুন করে বিমান হামলা চালিয়ে ইসরায়েল উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় একটি বাড়িতে একই পরিবারের ৬ জনকে হত্যা করে। এ ছাড়া উত্তর-পশ্চিম গাজা শহরের একটি আশ্রয় কেন্দ্রের কাছে বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলায় আরও চারজন নিহত হয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, পশ্চিম গাজা শহরের আরেকটি হামলায় সাবেক একজন ফুটবল খেলোয়াড়ও নিহত হয়েছেন।
বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে।
হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ১৪০০ ফিলিস্তিনি নিহত এবং আরও ৩ হাজার ৬০০ জনেরও বেশি আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।



