১৩ বছরে মোহনা টেলিভিশন

নাসির উদ্দিন

গৌরবোজ্জ্বল এক যুগ পেরিয়ে তেরোতে পা রাখলো মোহনা টেলিভিশন। দীর্ঘ পথপরিক্রমায় সংবাদ, টক-শো আর বিনোদনমূলক নানা আয়োজন দিয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি। তেরো বছরে পদার্পনের শুভক্ষণে বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটর ও অগনিত দর্শককে শুভেচ্ছা জানিয়েছেন মোহনা টেলিভিশনের চেয়ারম্যান, শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার। তিনি জানান, শিগগিরই নতুন ভবনে, নতুন উদ্যোমে কার্যক্রম শুরু করবে মোহনা। এরপর সম্প্রচারিত হবে ২৪ ঘন্টার সংবাদ।

গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকে একটি গণমাধ্যমের। যেখানে জনগণের আশাআকাঙ্খা, চাহিদা ও সমাজের ভালোমন্দের প্রতিফলন ঘটে।

কোটি মানুষের এমন তথ্য ও বিনোদন চাহিদা পূরণে প্রতিষ্ঠা লগ্ন থেকেই নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মোহনা টেলিভিশনের সংবাদ কর্মীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। তুলে আনছেন দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা নানা অসংগতি। বস্তুনিষ্ঠ লেখনী আর ভিডিও চিত্রে ফুটে উঠেছে সমস্যা, সম্ভাবনা আর আশা-আকাঙ্খার গল্প। অনুষ্ঠানমালায় সব সময় প্রাধান্য পেয়েছে সাধারণের চাহিদা ও নির্মল বিনোদন। বাংলার প্রতিচ্ছবি শ্লোগান বুকে ধারণ করে সব শ্রেণি পেশার মানুষের যৌক্তিক দাবি আদায় ও অধিকার সংরক্ষণে নিরন্তর ছুটে চলছে মোহনা।

বিশাল কর্মযজ্ঞে সক্রিয় ভূমিকা রাখছে বার্তা বিভাগ, অনুষ্ঠান বিভাগ, মানবসম্পদ, বিপনন শাখা, অনলাইন, এমসিআর, পিসিআর, আইটি, স্টোরসহ সম্প্রচার সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের দক্ষ কর্মীরা।

দীর্ঘ পথচলায় তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলকেই প্রাধান্য দিয়েছে মোহনা টেলিভিশন। তেরো বছর পদার্পনের শুভক্ষণে অগনিত দর্শক আর শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন মোহনা টেলিভিশনের চেয়ারম্যান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার।

নতুন নতুন প্রযুক্তি আর যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত মোহনা টেলিভিশন।

দেশের মিডিয়া জগতে মোহনা টেলিভিশনের আবির্ভাব ঘটেছিলো ২০১০ সালের ১১ নভেম্বর। সেদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিলো জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। এরপর এক এক করে পাড়ি দিয়েছে বারোটি বছর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button