২০৩৭ সালে বিশ্বের ২০তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ : সিবর

অনলাইন ডেস্ক

আগামী ২০৩৭ সালে বিশ্বে ২০তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ । সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনি তথ্য দিয়েছে ব্রিটিশ অর্থনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিবর) । বর্তমানে বিশ্বে বাংলাদেশ ৩৪ তম অবস্থানে রয়েছে ।

সিবরের ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল ২০২৩ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে ১৫ বছর পর বিশ্বের অর্থনীতির পূর্বাভাস। এতে বলা হয়েছে, ২০৩৭ সালে বিশ্বের ১৯১টি দেশের মধ্যে ২০তম অবস্থান দখল করবে বাংলাদেশ।

প্রতিবেদন বলা হয় , ২০২২ সালে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতি বাংলাদেশের পিপিপি হিসাবে মাথাপিছু জিডিপি সাত হাজার ৯৮৫ ডলার। করোনা মহামারির মাঝেও ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ ৩.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে।

শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক ভিত্তি, অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাইজেশনের ফলে দ্রুত করোনার ক্ষতি কাটায় বাংলাদেশ। ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি এসেছে ৬.৯ শতাংশ, যা এ বছর বেড়ে ৭.২ শতাংশ হতে পারে। তবে ইউক্রেন যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করেছে।

সিবরের প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বজুড়ে জিডিপির পুনরুদ্ধার অব্যাহত থাকবে। ২০২২ সালে বিশ্বের অর্থনীতির আকার ১০২ ট্রিলিয়ন ডলার যা ২০৩৭ সালে দ্বিগুণ বেড়ে হতে পারে ২০৬ ট্রিলিয়ন। তবে স্বল্প মেয়াদে উচ্চ মুদ্রাস্ফীতির কারণে আগামী বছর বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button