আন্তর্জাতিক

সিরিয়া পুনরায় আরবলীগের সদস্য হওয়ায় যুক্তরাষ্ট্রের নাখোশ

যুক্তরাষ্ট্র পুনরায় সিরিয়াকে আরবলীগের সদস্য করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে।যুক্তরাষ্ট্র বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটির নৃশংস গৃহযুদ্ধের পর এ ধরনের স্বাভাবিকতার যোগ্যতা রাখেননা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্তপ্যাটেল সোমবার সাংবাদিকদের বলেছেন, আমরা বিশ্বাস করিনা সিরিয়া এ সময়ে আরবলীগে পুনরায় প্রবেশের যোগ্যতা রাখে। তিনি আরো বলেছেন, আসাদ সরকারের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবেনা এবং মিত্রদেরও তা করতে সহায়তা করবোনা।

উল্লেখ্য,মিসরের রাজধানী কায়রোতে রোববার আরবলীগের সদরদপ্তরে সংস্থাটির পররাষ্ট্র মন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়াকে পুনরায় সদস্য করার সিদ্ধান্ত নেয়া হয়।

সিরিয়ায় ২০১১ সালের নভেম্বরে শান্তিপূর্ণ বিক্ষোভেরও পর সরকারের দমন পীড়ন ও অভিযানের কারনে আরবলীগ সংস্থা থেকে দামেস্ককে বহিস্কার করে। ওই বছরের প্রথম দিকে শুরু হওয়া এ বিক্ষোভ দেশটিতে গৃহযুদ্ধে রূপ নেয়। এ যুদ্ধে পাঁচ লাখেরও বেশি লোক নিহত এবং লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর প্রথম দিকে কয়েকটি আরব দেশ সিরিয়ার সাথে সম্পর্ক  ছিন্ন করে। এছাড়া সৌদি আরব ও কাতার সিরিয়ার বিরোধীদের সমর্থন করে।

প্রেসিডেন্ট আসাদ সর্বশেষ ২০১০ সালে আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। আবুল ঘেইত এক সংবাদ সম্মেলনে বলেছেন, স্বাগতিক দেশ সৌদি আরবের আমন্ত্রণে আগামী ১৯ মে আরবলীগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসাদকে স্বাগত জানানো হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এটি আসাদের কূটনৈতিক বিজয়।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button