ইসরায়েলে কয়েকশ’ রকেট ছুড়েছে হিজবুল্লাহ
ইসরায়েলের পেতাহ টিকভা, নাহারিয়া ও হাইফা শহরের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ইসরায়েলের বিভিন্ন স্থানে লেবানন থেকে ছোড়া কয়েকশ রকেট ও ড্রোন আঘাত করেছে।
রোববার (২৪ নভেম্বর) রাতে এসব হামলায় দুটি সামরিক স্থাপনাসহ ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
হিজবুল্লাহর হামলায় রাস্তায় থাকা গাড়িতে আগুন ধরে যায় এবং বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলা শুরু হলে দেশটির জনবহুল ব্যস্ত এলাকাগুলোতে লোকজন নিরাপদ আশ্রয়ে চলে যায়।
হিজবুল্লাহর হামলায় ব্যবহার করা সব রকেট ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নামিয়ে আনা সম্ভব হয়নি। এ সময় হামলায় আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায়।
অন্যদিকে, ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুত ও এর দক্ষিণ উপকন্ঠে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর ১২টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। দাহিয়েহ এলাকায় মিলিশিয়া সংগঠনটির গোয়েন্দা সদরদপ্তর এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ইউনিটেও আঘাত হানা হয়।
এছাড়া লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। প্রতিনিয়ত হামলার মুখে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রাজধানী বৈরুতের সব স্কুল আগামী জানুয়ারি মাস পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবহিনী প্রচণ্ড প্রতিরোধের মুখোমুখি হচ্ছে বলে জানা গেছে। এ সময় বায়াদা এলাকায় পাল্টা হামলায় ইসরায়েলি সেনাসদস্যরা পিছু হটে পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়।