বঙ্গবন্ধুর মৃত্যু নিশ্চিত হয়েছে কি-না, তা দেখতে মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি ধানমন্ডিতে এসেছিলো : প্রতিমন্ত্রী কামাল আহমেদ
রিপোর্ট : রেযা খান
জাতির পিতার স্মৃতিধন্য শিল্প মন্ত্রণালয়ে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ করলেন প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
১৯৫৬ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ মে ১৯৫৭ পর্যন্ত কোয়ালিশন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজ এইড দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধুর স্মৃতিধন্য শিল্প মন্ত্রণালয় প্রাঙ্গনে জাতীয় শোক দিবসের শুরুতে জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। পরে, অভ্যন্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান দুই মন্রী। এ সময় গরীব কর্মচারী ও অসহায় মানুষের মাঝ খাদ্যসামগ্রি বিতরণ করেন তারা।
পরে সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর শহীদ পরিবারের আত্মার শান্তি কামনার দোয়া ও মোনাজাতের মাধ্যমে ৪৮ তম জাতীয় শোক দিবসের আলোচনা সভা শুরু হয়। শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধানরা।
এ সময় বঙ্গবন্ধুর মৃত্যু নিশ্চিত হয়েছে কি-না, তা দেখতে মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি ধানমন্ডিতে এসেছিলে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সে রাতের একজন প্রত্যক্ষদর্শী হিসেবে এ তথ্য জানান তিনি।
আর সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে জিয়া মুশতাক চক্রের মিলিত ষড়যন্ত্রে জাতির পিতা শহীদ হন বলে জানান প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
বাকশাল গঠনের মাধ্যমে ক্ষমতার সুষম বন্টন করে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতে গিয়েই বঙ্গবন্ধু শহীদ হন বলেও জানান তিনি।
স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধার আবরণে জিয়াউর রহমান আইএসের এজেন্ট হিসেবে কাজ করেছে উল্লেখ করে জিয়া মুশতাক চক্রের সঙ্গে সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্রে ১৫ আগস্ট ঘটানো হয় বলে জানান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
বঙ্গবন্ধু বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাকশাল গঠন করে ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে সবার অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এর ফলে ক্ষমতা জনতার হাতে চলে যেতো। এ কারণেই ষড়যন্ত্রীরা স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে বলে জানান শিল্প প্রতিমন্ত্রী।
মতিউর রহমান নিজামীর সময়ে শিল্প মন্ত্রণালয়ে জামায়াতের প্রচুর লোক নিয়োগ দেয়া হয়েছে। তারা মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি থেকে বঞ্চিত করছে অভিযোগ করে সবাইকে জামায়াত বিএনপির কার্যক্রম থেকে সতর্ক থাকার আহ্বান জানান আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার।