জাতীয়

বিদেশীরা আজকাল আমাদের নানা রকম ছবক দেয় : ডাঃ দীপু মনি : ডাঃ দীপু মনি

চাঁদপুর প্রতিনিধি: রফিকুল ইসলাম বাবু

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আপনারা দেখছেন এই যে বিদেশীরা আজকাল আমাদের নানা রকম ছবক দেয়। তারা তখন গণতন্ত্র নিয়ে কিছু বলেনি। তারা ১৯৭১ সালের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীরা যখন ক্ষমতায় আসল, তাদের যখন বিচার হল না, তখন মানবাধিকার ক্ষুন্ন হয়নি। ১৯৭৫ সালে শিশুপুত্র রাসেলসহ বঙ্গবন্ধুকে নির্বংশ করা হলো নিসংশভাবে তখন মানবাধিকার ক্ষুন্ন হয়নি। তারা বিচার চাইতে পারেনি হত্যাকান্ডের। তখন মানবাধিকার ক্ষুন্ন হয়নি। ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা ফিরে এসে নিহত বাবা-মাসহ পরিবারের সদস্যদের জন্য সেই বাড়িটিতে একটু দোয়া পড়তে ছেয়েছিল, তাকে তা করতে এবং বাড়িতে ডুকতে দেয়া হয়নি।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পাকিস্তানে হানাদার বাহিনী যে ৯৫ হাজার আত্মসমর্পন করেছিল, সে আত্মসমর্পনকারীদের মধ্যে বাঙালি নামধারী কিছু কুলাঙ্গার পাকিস্তানি সেনা অফিসার ছিল। এই রকিবুল হুদা ছিল তার মধ্যে একজন। অতএব সে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেস্টা করবে এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধু কন্যাকে হত্যার জন্য কমপক্ষে ২১ বার চেষ্টা করা হয়েছে। দীপু মনি বলেন, যখন ২০০১ সালে অব্যাহতভাবে মাসের পর মাস সারা বাংলাদেশকে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা মৃত্যুপুরীতে পরিণত করেছিল। যখন মহিমা, ফাহিমা, পুর্নিমা, লতিফা তাদেরকে একের পর এক ধর্ষণ এবং গণধর্ষণ করা হয়েছিল, তখন কোথায় ছিল মানবাধিকার।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, মেয়র মো. জিল্লুর রহমান ও স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।

সভায় ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে জেলা পর্যায়ে এক মিনিটের ভিডিও চিত্র তৈরী করার প্রতিযোগিতাসহ অন্যান্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রীসহ অতিথিরা। এর আগে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শোক র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাাডেমির সামনে এসে শেষ হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button