শনিবার উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে
মোহনা অনলাইন
আরেকটি স্বপ্নপূরণের হাতছানি দেশবাসীর সামনে। নির্মাণের নানা চ্যালেঞ্জ পেরিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ।
এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। পরদিন রোববার যান চলাচলের জন্যে উন্মুক্ত করে দেয়া হবে কাওলা থেকে ফার্মগেট অংশ। এর ফলে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় নতুনত্ব আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা।
হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের ফার্মগেট পর্যন্ত ২২ কিলোমিটার অংশ উদ্বোধন হবে শনিবার।
কাওলা থেকে ফার্মগেট অংশ পর্যন্ত আছে ১৫টি র্যাম্প বা ওঠানামার পথ। কুড়িল, গলফ ক্লাব, বিজয় সরণি ওভারপাসের উত্তর ও দক্ষিণ লেন এবং বনানী থেকে ওঠা যাবে ৪ লেনের এক্সপ্রেসওয়েতে। আর নামা যাবে বনানী, মহাখালী, ফার্মগেট, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে।
এর মধ্য দিয়ে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ ব্যয় প্রায় ৯ হাজার কোটি টাকা। ২৫ বছর চুক্তি মেয়াদে টোলের মাধ্যমে সমুদয় অর্থ তুলে নেবেন বিনিয়োগকারীরা। যানবাহনের ধরন অনুযায়ী ৮০ থেকে ৪শো টাকা পর্যন্ত টোল দিতে হবে বলে জানান প্রকল্প পরিচালক।
দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে। পুরো প্রকল্পের কাজ শেষ হবে ২০২৪ সালে।