সম্প্রতি মদিনার একটি পুরোনো পাথুরে বাড়ির ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেই বাড়িটিকে হজরত মুহাম্মদ (সা.)-এর তৃতীয় মেয়ে উম্মে কুলসুমের বলে প্রচার করা হয়। তবে এই দাবিকে নাকচ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবদনে এসব তথ্য জানিয়েছে গাল্ফ নিউজ।
ওই বাড়িটির অবস্থান মদিনার কাবা গ্রামে। পুরোনো পাথুরে বাড়িটির চারপাশ ঘুরে ঘুরে ভিডিওটি ধারণ করেছেন এক ব্যক্তি। ভিডিওতেই সেটিকে হজরত মুহাম্মদ (সা.)-এর তৃতীয় মেয়ে উম্মে কুলসুমের বাড়ি বলে দাবি করেন তিনি।
তবে ওই ব্যক্তির এমন দাবির পরিপ্রেক্ষিতে সৌদি সরকারের আল মদিনা আল মনোওয়ার রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার জানিয়েছে, ভিডিওতে প্রচারিত তথ্যটি ভুয়া। ওই বাড়ির সঙ্গে মহানবী (সা.)-এর জীবনী বা তার মেয়েদের কোনো সম্পর্ক নেই।
একই সঙ্গে মহানবী (সা.)-এর জীবনী এবং ইসলামের দ্বিতীয় পবিত্র স্থান মদিনার ইতিহাস সম্পর্কিত তথ্য প্রচারের সময় নির্ভুল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করার ওপর জোর দিয়েছে সংস্থাটি।