মিল মালিকদের সিন্ডিকেটের দৌরাত্ম্য থামানোই যাচ্ছে না। এবার অবরোধের অজুহাতে চালের দাম বাড়িয়ে দিয়েছেন তারা। যদিও খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে চালের কোনো সংকট নেই।
খুচরা ও পাইকারি বাজারে আবারো বাড়ানো হলো চালের দাম। অবরোধের অজুহাতে মিল মালিক সিন্ডিকেট আবারও একদফা চালের দাম বাড়িয়ে দিয়েছে। যদিও ব্যবসায়ীরা বলছেন, চালের সংকট নেই বাজারে।
মিল মালিকদের কারসাজিতে দুই সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে সরু ও মোটা চালের দাম বস্তাপ্রতি বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা। গরিবের চাল ব্রি-২৮ এর দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৫ টাকা। একই অবস্থা মাঝারি মানের চালেরও।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, গত ১০-১৫ দিনে কেজিতে প্রায় ৪ টাকা বেড়েছে চালের দাম। ব্যবসায়ীরা বলছেন এই মুহূর্তে বাজারে চালের কোনো সংকট নেই। দাম বাড়তির বিষয়ে একে অপরকে দুষছেন মিল মালিক ও আড়তদাররা।
রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি ও খুচরা বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বাড়তি দামে বিক্রি করা হচ্ছে সব ধরনের চাল। চালকল মালিকদের দাবি, অবরোধ ও হরতালে পরিবহন ব্যয় বেড়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, মোটা চাল বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকায়। আর ৩ থেকে ৪ টাকা বেড়ে মাঝারি মানের চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়। অন্যদিকে মিনিকেট মানভেদে ২ থেকে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭৫ টাকায়।