ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কলেজ স্কোয়ার প্রাঙ্গণে সোমবার শুরু হয়েছে ১০ দিনের বাংলাদেশ বইমেলা-২০২৩। এ নিয়ে ১১তে পা দিলো বইমেলা । কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ঢাকার উদ্যোগে ১১তম বইমেলা চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশ বই প্রকাশক ও বিক্রেতা সমিতি, রফতানি উন্নয়ন ব্যুরো এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের যৌথ আয়োজনে এই মেলায় এবার অংশ নিয়েছে ৬৫টি প্রকাশনী সংস্থা। মেলার প্রথম দিনেই প্রত্যাশিত বই কিনতে মেলায় ভিড় করেছেন পশ্চিমবঙ্গের মানুষেরা।
প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। ১০ দিনের এই মেলায় বাংলাদেশের ৬৫টি শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয় অন্বেষা প্রকাশন, আহমেদ পাবলিশিং হাউস, মাওলা ব্রাদার্স, অনিন্দ্য প্রকাশ, নালন্দা, বাতিঘর, উজান, কথাপ্রকাশ, মাওলা ব্রাদার্স, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, কাকলী প্রকাশনী প্রমুখ।
এছাড়াও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে মেলাপ্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ স্টল। মেলায় বই বিক্রির পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকছে সেমিনার, কবিতা পাঠ এবং সাংস্কৃতিক পরিবেশনা। যেখানে অংশ নেবেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীরা। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ফরিদা পারভীন।
২০১১ সালে কলকাতায় সর্বপ্রথম একটি মাত্র ঘরে যাত্রা শুরু করে বাংলাদেশ বইমেলা। এপারের বাঙালিদের কাছে বাংলাদেশের সাহিত্য সম্পর্কে অবহেলা ছিল। কিন্তু যখন থেকে বাংলাদেশের বই এপার বাংলায় আসতে শুরু করল তখন থেকে পরিস্থিতি পাল্টাতে লাগলো। বাংলাদেশের বইয়ের প্রতি আগ্রহ, আকর্ষণ ও ভালোবাসা জন্মায়।