আবহাওয়া

শীতে বিপর্যস্ত দেশের জনজীবন

মোহনা অনলাইন

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। জেলায় ১০ ডিগ্রি থেকে তাপমাত্রার পারদ নেমে এসেছে ৫ ডিগ্রির ঘরে। বেলা বাড়লেও ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। পঞ্চগড়সহ আশপাশের জেলাগুলোতে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত এ অঞ্চলের জনজীবন। পঞ্চগড়ে শুক্রবার ভোর ৬টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দমমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঘন কুয়াশায় চারদিক ঢাকা পড়ায় দেখা মেলেনি সূর্যের।

গত ২৩ জানুয়ারি দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে। এদিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বেড়েছে শীতের তীব্রতা। হাঁড় কাঁপানো শীতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ। এতে সবচে’ বিপাকে পড়েছেন বয়স্ক ও খেটে খাওয়া মানুষ। ঠান্ডার কারণে বেড়েছে রোগবালাই। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

author avatar
Mehedi Hasan
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button