কাঠের তৈরি আসবাবপত্রের কথা তো আমরা সবাই জানি কাঠ দিয়ে তৈরি হচ্ছে ল্যাপটপ। সম্প্রতি কাঠের তৈরি ল্যাপটপ নিয়ে বিশ্বজুড়ে চলছে হইচই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার পেরুতে । প্রযুক্তির ব্যবহার হাতের নাগালে আনতে সম্প্রতি পেরুতে উদ্ভাবন করেছে কাঠের তৈরি ল্যাপটপ।
পেরুর অর্থনৈতিক অবস্থা ভালো হলেও দেশটির প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যেন সবার সঙ্গে যুক্ত হয়ে নিজেদের আরও এগিয়ে নিতে পারে- এমন ভাবনা থেকেই এ উদ্যোগ।
বাস্তবতা হচ্ছে পেরুর প্রত্যন্ত অঞ্চলের অনেকটাই বিশ্বায়ন থেকে বিচ্ছিন্ন। তাদের আধুনিক প্রযুক্তির কোনো অভিজ্ঞতাই নেই। এ ধরনের মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে এ অভিনব উদ্যোগ। পেরুর এক উদ্যোক্তা ‘আলেহান্দ্রা কারাস্কোর’ তৈরি করেছেন এ ল্যাপটপ- নাম ওয়া ওয়া ল্যাপটপ। দেখতে খুবই আকর্ষণীয়, পরিবেশবান্ধব এবং ভেঙে গেলেও খুব সহজেই যন্ত্রাংশ পরিবর্তন করা যায়।
এ ল্যাপটপের আরেকটি প্রদান সুবিধা হলো এটি চার্জ করা যায় সোলার প্যানেলের মাধ্যমে। পেরুর এমন অনেক জায়গা আছে, যেখানে বিদ্যুৎ পাওয়া দুষ্কর। তাই শুধু প্রযুক্তির বিস্তৃতির জন্য নয় পরিবেশ সুরক্ষা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন অঞ্চলের কথা মাথায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অবশ্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কাছে কাঠের ল্যাপটপ পৌঁছে তাদের মাধ্যমে সে দেশের অর্থনীতি ও গণতন্ত্রের চাকাও বদলে দিতে চান উদ্যোক্তারা। প্রকৃত অর্থে, উদ্যোক্তারা চেয়েছিলেন এমন একটি পণ্য তৈরি করতে যা সামাজিক পরিবর্তন আনবে।
যেহেতু পেরুর অনেক মানুষ এখনো বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে পারেনি। তাই প্রযুক্তির দুর্বলতা দূর করার লক্ষ্যে তারা এ ল্যাপটপ তৈরি করেছে, যা শিক্ষা বিস্তারে এক নতুন পথ খুলে দিয়েছে।