খেলাধুলা

বাংলাদেশে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি

মোহনা অনলাইন

সবশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে গড়ানোর কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির। আসর শুরুর আগে আইসিসির সদস্য দেশগুলোতে ঘুরবে ট্রফি। যার ধারাবাহিকতায় আসছে ডিসেম্বরে ট্রফিটি আসবে বাংলাদেশে।

জানা গেছে, আগামী ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে থাকবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। দশ দিনের সফরে ট্রফিটি পাকিস্তানের মুরি, হুনজা, মুজাফফরাবাদ এবং স্কারদুতে নিয়ে যাওয়া হবে। সফরের অংশ হিসেবে আরোহণ করবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু পাহাড় ‘কেটু’। টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু হতে যাওয়া লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে যাচ্ছে না ট্রফিটি।

মূলত, বায়ুদূষণের মুখ্য কারণের পাশাপাশি অন্য শহরগুলোকে পর্যটন-মুখী করতে এমন সিদ্ধান্ত পিসিবি এবং পাকিস্তান সরকারের। কিন্তু টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া সব দেশেই পর্যায়ক্রমে ঘুরবে চ্যাম্পিয়নস ট্রফি। ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশেও আসার কথা রয়েছে।

আগামী ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী শুরু হবে বাংলাদেশে। ঢাকার শেরে বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে ট্রফি প্রদর্শনের কথা রয়েছে। বিসিবি আশা করছে, ক্রিকেট-প্রেমীদের জন্য এই অভিজ্ঞতা হবে অনন্য এবং এর মাধ্যমে বাংলাদেশি ক্রিকেট-ভক্তদের উচ্ছ্বাস বাড়বে।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।

এরইমাঝে কিছু ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সরিয়ে ভারতের মাটিতেই নিয়ে যাওয়া হতে পারে। শেষ পর্যন্ত ঠিক কোনদিকে যাবে এই আসর আয়োজনের দায়িত্ব, তা নিয়ে আছে বড় প্রশ্ন। আবার টুর্নামেন্টের নিশ্চয়তা না দিয়ে পাকিস্তানে ট্রফি ট্যুর আয়োজন করায় চটেছেন দেশটির সাবেক ক্রিকেটারদের অনেকেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button