
পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ ২০২৫ নিশ্চিতের লক্ষ্যে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ৫-১৯ এপ্রিল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশে রওনা দিবে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করবে টাইগ্রেসরা। বাছাইপর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বোলারদের ইকোনমিক্যাল বোলিংয়ের পরিকল্পনা সাজিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বুধবার (২ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন টাইগ্রেস অধিনায়ক। এ সময় জ্যোতি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়। সে তুলনায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কম, তবে সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলে এসেছি। তাদের আগে কিন্তু আমরা থাইল্যান্ড–স্কটল্যান্ডের সঙ্গে খেলব।’
সাফল্য পেতে ব্যাটারদের ভালো করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘প্রথম দিকে আমরা যদি একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারি তাহলে ভালো হবে। আমাদের ব্যাটিং যদি ভালো করতে পারি তাহলে ভালো হবে। পাকিস্তানের উইকেট ব্যাটিং-বান্ধব, আবার আমাদের বোলাররাও সবসময় অনেক দুর্দান্ত (পারফর্ম করছে)। ব্যাকআপ দেয় তারা সবসময়, ব্যাটিং উইকেটে যেন আমরা আরও ভালো করতে পারি সেটাই লক্ষ্য থাকবে।’
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘শেষবার যখন ওয়াডে বিশ্বকাপ খেলেছি তখন থেকে আমাদের টিকেটের পরিমাণ বেড়ে গিয়েছে। সেদিক থেকে সম্মান ও ফিনান্সিয়াল দিক থেকে আমরা খেলোয়াড়রা বেনিফিসিয়াল হয়েছি।’
মূল পর্বে খেলতে ব্যাটারদের ভালো করার কোন বিকল্প নেই। দেশের বাইরে ভালো পিচে উইকেট নেওয়ার চেয়ে ভালো লাইন লেন্থে বোলিংয়ের দিকে বেশি মনোযোগী টাইগ্রেসরা। পাকিস্তানের ব্যাটিং সহায়ক উইকেটে বাছাইপর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বোলারদের ইকোনমিক্যাল বোলিংয়ের পরিকল্পনা সাজিয়েছেন টাইগ্রেস অধিনায়ক।
২০১৮ সালে প্রথমবারের মতো নারীদের হাত ধরে বাংলাদেশে এসেছিলো এশিয়ার শ্রেষ্ঠত্ব। এই এক শিরোপা বদলে দেয়া শুরু করে নারীদের ক্রিকেট। তবে কোভিডের পর নানা ইস্যু, পিছিয়ে যায় জ্যোতিরা। এবার আরও একটা মেগা আসরের অপেক্ষায় টাইগ্রেসরা। তবে, তার আগে দিতে হবে বাছাইপর্বের কঠিন পরীক্ষা।
বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১০ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।