যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে প্রধান উপদেষ্টা জিমি কার্টারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি সেখানে খোলা শোক বইতে বার্তা লেখেন।
মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন প্রধান উপদেষ্টাকে দূতাবাসে স্বাগত জানান।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সার্জে দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন।
কার্টারের সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করে সরকারপ্রধান বলেন, তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় কার্টারের বাড়িতে গিয়েছিলেন।শান্তিতে নোবেলজয়ী ইউনূস বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্র, মানবাধিকার ও শান্তির পক্ষে সোচ্চার ছিলেন কার্টার।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের প্রচেষ্টার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে জিমি কার্টারের ১৯৮৬ সালের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন তিনি।
শতজীবী জিমি কার্টার রোববার বিকালে জর্জিয়ার প্লেইনসে নিজ বাড়িতে মারা যান। এই ডেমোক্র্যাট ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। একসময়ের বাদামচাষি কার্টার প্রেসিডেন্সির দায়িত্ব শেষে প্রতিষ্ঠা করেন কার্টার সেন্টার, যা বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজ করে।